অনলাইনে বাড়িতে বসেই মিলবে মদ, ওয়েবসাইট চালু করলো রাজ্য সরকার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের দোকানদারদের পাশাপাশি এবার সাধারণ গ্রাহকরা অনলাইনে মদ কিনতে পারবেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, ওয়েস্টবেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই সুবিধা পেতে পারেন গ্রাহকরা। এই ওয়েবসাইটে ২১ বছর বয়সের বেশি গ্রাহকরা নিজেদের নাম ঠিকানা, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে অনলাইনে মদ বুক করতে পারবেন।

Advertisements

Advertisements

লকডাউন চলাকালীন কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সম্মতি অনুসারে সোমবার থেকে দেশের পাশাপাশি রাজ্যের প্রতিটি জায়গাতেই শর্তসাপেক্ষে খুলে যায় মদের দোকান। কিন্তু এই মদের দোকান খোলার পরেই দেখা যায় অজস্র মানুষের ভিড়। এমনকি এই ভিড়ে সামাজিক দূরত্ব মেনে চলা হয়নি বলেও অভিযোগ উঠতে থাকে। বর্তমান পরিস্থিতিতে যা অত্যন্ত ক্ষতিকর। যে কারণে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।

Advertisements

এমনকি এই লকডাউনের মাঝে মদের দোকান খোলায় যে পরিমাণ মানুষের ভিড় হয় তাকে সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। বহু জায়গায় মাইকিং করে সরানো হয় ভিড়, বহু ক্ষেত্রে পুলিশকে বেছে নিতে হয় লাঠি। আর তারপরেই সর্বসাধারণের জন্য অনলাইনে মদ কেনার সুযোগ চালু করলে এই ভিড় অনেকটাই এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে মদের দোকান খোলার পর প্রথম দুই দিনে জলপাইগুড়িতে সাড়ে ৪ কোটি টাকার মত বিক্রি হয়েছে, পূর্ব বর্ধমানের হয়েছে ১ কোটি ৭০ লক্ষ টাকা, বীরভূমের হয়েছে ৮৮ লক্ষ টাকা।

অনলাইনে মদ বুক করার সম্পূর্ণ পদ্ধতি

বাড়িতে বসে অনলাইনে মদ বুক করার জন্য গ্রাহকদের যেতে হবে https://excise.wb.gov.in/WBSBCL/Bevco/NIC/common/NIC_Home.aspx ওয়েবসাইটে।

সেখানে হোমপেজে দেখতে পাবেন ‘e-Retail’ নামে একটি অপশন রয়েছে। যেখানে ক্লিক করে আপনাকে প্রথমে নিজেকে রেজিস্টার করতে হবে।

‘e-Retail’ ক্লিক করতেই আপনি পৌঁছে যাবেন লগইন পেজে। যদি সেখানে আগে থেকে লগইন করা থাকে তাহলে নিজের রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে নিজের মোবাইলে ওটিপি র মাধ্যমে লগ ইন করতে পারবেন। আর রেজিস্টার্ড না থাকলে নিচেই থাকা ‘Sign Up for Registering as Buyer’ অপশনে ক্লিক করুন।

এরপর ‘APPLY NOW’ অপশনে ক্লিক করে চলে যান পরবর্তী পর্যায়ে। সেখানে আপনার মোবাইল নম্বর লিখুন এবং ‘Request for OTP’ তে ক্লিক করুন।

দেখবেন আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি চলে এসেছে। মোবাইলে আসা সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে Submit করুন।

পরবর্তী পর্যায়ে চাওয়া হবে ক্রেতার নাম, ক্রেতার লিঙ্গ, জন্মতারিখ, অন্য কোন নম্বর, ইমেল আইডি। এগুলি ঠিকঠাক দেওয়ার পর Submit করে চলে যান পরবর্তী পর্যায়ে।

যেখানে দিতে হবে আপনার ডেলিভারির ঠিকানা। বেছে নিতে হবে জেলা, পুলিশ স্টেশন, সম্পূর্ণ ঠিকানা, পিন কোড, তারপর নির্ণয় করতে হবে আপনার লোকেশন। যা করার জন্য আপনাকে ‘Get Location’ অপশনে ক্লিক করতে হবে।সেখানে ক্লিক করলেই আপনার জিপিএসের সম্মতি চাওয়া হবে। সম্মতি দিলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার লোকেশন নির্ণয় হয়ে যাবে।

এরপর আপনাকে বেছে নিতে হবে ‘Next’ অপশন। চলে যাবেন একেবারে শেষ পর্যায়ে। এখানে সবকিছু খতিয়ে দেখার পর ‘Submit Application’ অপশনে ক্লিক করুন। এরপর ‘OK’ বটনে ক্লিক করলেই আপনার নাম নথিভুক্ত হয়ে গেল।

অর্ডার করার জন্য আবার আপনাকে ‘e-Retail’ লগইন পেজে যেতে হবে।সেখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ওটিপি মাধ্যমে লগইন করে আপনার পছন্দের মত অর্ডার করতে পারবেন।

লগইন করে আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন আপনার অর্ডার করা মদ ও তার ডেলিভারি কখন হবে। এমনকি আপনি আপনার মধ্যে ডেলিভারি সহ অন্যান্য তথ্য দেখতে পাবেন।

Advertisements