দরকার নেই লাইনে দাঁড়ানোর, Online-এ অর্ডার দিলে বাড়িতে পৌঁছে যাবে মদ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এ তো ছোটো শিশুও জানে। তাই বলে কী আর যাদের এই নিয়ে নেশা আছে তারা এটি ছাড়তে পারবেন? ঘুম থেকে উঠে, রাতে লাইন দেবেন মদ কিনতে।

কিন্তু আপনি কি জানেন বিয়ার, হুইস্কি বা ওয়াইন কেনার জন্য আর বেশিদিন আপনাকে দোকানে গিয়ে লাইন দিতে হবেনা। খুব তাড়াতাড়িই এদেশে এমন দিন আসছে যখন অনান্য জিনিসের মত ঘরে বসেই মদ অর্ডার দেওয়া যাবে। হ্যাঁ, এবার থেকে মদও পাওয়া যাবে অনলাইনেই। অন্যান্য খাবারের মত আপনি ঘরে বসেই ডেলিভারি পার্সনের মাধ্যমে তা পেয়ে যাবেন।

এতদিনে অ্যালকোহল ইনডাস্ট্রি মাঠে নামতে চলেছে। খুব তাড়াতাড়ি তারা ভারতেও ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করতে চলেছে। ISWAI-এর এক্সিকিউটিউ চেয়ারম্যান অমৃত কিরণ সিং একটি সাক্ষাৎকারে বলেছেন যে, “জিএসটি ছাড়া রাজ্য সরকারের সবথেকে বেশি রাজস্ব আদায় হয় পানীয় শিল্প থেকে। রাজ্যগুলি রাজস্ব আদায়ের এই দিকটিকে আরও দৃঢ় করতে চাইছে। আর অর্থনীতির বিকাশে ইকমার্সৈর ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। রাজ্যগুলির রাজস্ব বৃদ্ধির জন্য এটাই ঠিক সময়। প্রগতিশীল রাজ্যগুলো এই ক্ষেত্রে পথিকৃত হবে। তারাই এর পথ দেখাবে। পরে অনান্য রাজ্যগুলো প্রগতিশীল রাজ্যদের অনুকরণ করবে। সেই দিন আর দূরে নেই যখন এদেশে অনলাইনে অ্যালকোহল বিক্রি শুরু হবে।”

কথা প্রসঙ্গে তিনি আরও জানান, “কর্নাটকে ইতিমধ্যে অনলাইনে মদ বিক্রির একটি উদ্যোগ শুরু হয়েছে। কিন্তু সেখানে খুচরো বিক্রেতাদের স্বার্থের দিকে নজর দেওয়া হয়নি।”

কত তারিখ বা কবে নাগাদ এই দেশে অ্যালকোহল বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম চালু হবে সে বিষয়ে অবশ্য অমৃত কিরণ সিং কোনো সদুত্তর দিতে পারেননি।