নিজস্ব প্রতিবেদন : করোনাকালে লকডাউন পরবর্তী সময়ে মদের দোকান খোলার পর থেকেই বাড়তি কর চাপানো হয়। বাড়তি কর চাপানোর কারণে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় মদের দাম। তবে এবার সূরা প্রেমীদের জন্য এটাই সুখবর যে, খুব তাড়াতাড়ি এই মদের দাম কমতে পারে। অন্ততপক্ষে সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী মাস অর্থাৎ সেপ্টম্বর মাস থেকে কমতে পারে মদের দাম। মদের দাম কমানোর পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার এমনটাই জানা যাচ্ছে। মদের উপর চাপানো কর কাঠামোর পরিবর্তন করে এই দাম কমানোর পথে হাঁটতে পারে রাজ্য সরকার। ইতিমধ্যেই আবগারি দপ্তরের তরফ থেকে নতুন কর কাঠামোর একটি খসড়া জমা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
করোনাকালে এক ধাক্কায় মদের দাম অনেকটা বৃদ্ধি পাওয়ার কারণে মদ বিক্রির পরিমাণ কমেছে বলে আবগারি সূত্রে জানা গিয়েছে। মদ বিক্রি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমেছে বেশ কিছুটা। পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে চোরাপথে পশ্চিমবঙ্গে মদ ঢুকছে বলেও খবর মিলছে। যে কারণে এবার এই পরিস্থিতির বদল আনতে চাইছে রাজ্য প্রশাসন। যে কারণে অন্যান্য রাজ্যের সাথে তুলনা করে এই রাজ্য মদের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও আবগারি দপ্তরের পাঠানো এই নতুন খসড়া অর্থ দপ্তরের তরফ থেকে গ্রহণ করা হলে তবেই এই মদের দাম কমবে। তবে এই দাম কমবে বিদেশী মদের ক্ষেত্রেই। দেশি মদের ক্ষেত্রে দাম বাড়বে বলে জানা যাচ্ছে। রাম, হুইস্কি, স্কচের মতো মদের দাম কমতে পারে বলে জানা যাচ্ছে।