খারাপ খবর, বাড়ছে মদের দাম, কবে থেকে আর কত

নিজস্ব প্রতিবেদন : পূজোর আগেই সূরা প্রেমীদের জন্য খারাপ খবর। দুর্গাপুজোর আগেই মদের দাম বাড়তে চলেছে। রাজ্যের রাজস্ব বৃদ্ধি করতে মদের দাম বৃদ্ধি করার পথে হাঁটছে রাজ্য সরকার এমনই জানা যাচ্ছে। দেশি বিদেশি সব ধরনের মদের দাম বৃদ্ধি পেলেও দেশি মদের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে বলেই খবর।

আবগারি দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দাম বৃদ্ধির পর নতুন দাম কার্যকর করতে চাইছে রাজ্য সরকার। দেশি মদের ক্ষেত্রে দাম বৃদ্ধি পাবে ২০% এবং বিদেশি মদের ক্ষেত্রে দাম বৃদ্ধি পাবে ৭ থেকে ১০ শতাংশ। রাজ্য সরকার দেশি মদের পরিবর্তে দেশে তৈরি বিদেশি মদ উৎপাদনের ওপর জোর দিতে চায় বলে জানা যাচ্ছে। এর জন্য বিধি সংশোধন করছে আবগারি দপ্তর।

এই পরিবর্তনের ফলে ফরেন লিকার প্রস্তুতকারক সংস্থাগুলি তাদের লাইসেন্স পরিবর্তন করতে পারবে। এই বিধিতে ‘কান্ট্রি স্পিরিট’-এর সংজ্ঞা বদল ‘ইন্ডিয়া মেড লিকার’ আখ্যা দেওয়া হয়েছে। মদের দাম বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যেই জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কত দাম বাড়বে সেই সংক্রান্ত তালিকাও দেওয়া হয়েছে।

দাম বৃদ্ধির পর দেশি মদের যে দাম হতে চলেছে তা সম্পর্কে জানা যাচ্ছে, ৬০০ এমএল-এর হতে চলেছে ১৫৫ টাকা,৩৭৫ এমএল-এর দাম হতে চলেছে ১০৫ টাকা, ৩০০ এমএল-এর দাম হবে ৮৫ টাকা এবং ১৮০ এমএল-এর দাম হবে ৫০ টাকা। নতুন দাম অনুযায়ী সর্বাধিক দাম ২০% বাড়তে চলেছে।

বিদেশী মদের ক্ষেত্রেও দাম অনেকটাই বাড়ছে। বিদেশি মদের দাম বাড়তে চলেছে ৭ থেকে ১০ শতাংশ। তবে কোন ব্র্যান্ডের উপর কত দাম বাড়ছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে ব্র্যান্ড অনুযায়ী বিদেশী মদের ক্ষেত্রে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে।