নতুন অর্থবর্ষে কোন কোন দিন বন্ধ থাকবে মদের দোকান, সামনে এলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : হাতেগোনা আর কয়েকটা দিন, তারপরেই শুরু হবে নতুন অর্থবর্ষ। নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আসতে চলেছে নানান পরিবর্তন। এর পাশাপাশি নতুন অর্থবর্ষে কোন কোন দিন কোন কোন ক্ষেত্র বন্ধ থাকবে তার সম্পর্কেও বিভিন্ন বিভাগ তালিকা প্রকাশ করেছে। এই সকল তালিকার মধ্যেই জানা যাচ্ছে নতুন অর্থবর্ষে কোন কোন দিন বন্ধ থাকবে মদের দোকান।

তালিকা অনুযায়ী জানা গিয়েছে, নতুন অর্থবর্ষে মোট ২৬ দিন বন্ধ থাকবে মদের দোকান অর্থাৎ এই দিনগুলি ড্রাই ডে। যদিও মদের দোকান বন্ধ থাকার এই তালিকা অর্থাৎ ড্রাই ডে রাজ্যের ভিত্তিতে হয়ে থাকে। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এই ড্রাই ডে আলাদা আলাদাও হয়ে থাকে।

এপ্রিল মাসে দেশের বিভিন্ন রাজ্যে মদের দোকান বন্ধ থাকবে ১০ এপ্রিল (রাম নবমী), ১৪ এপ্রিল (মহাবীর জয়ন্তি, আম্বেদকর জয়ন্তি), ১৫ এপ্রিল (গুড ফ্রাইডে)।

মে মাসে মদের দোকান বন্ধ থাকবে ১ মে শ্রমিক দিবস ও মহারাষ্ট্র দিবস উপলক্ষে মহারাষ্ট্রে মদের দোকান বন্ধ থাকবে৷ ৩ মে ইদ-উল-ফিতার উপলক্ষে কাশ্মীরে বন্ধ থাকবে মদের দোকান।

জুলাই মাসে মদের দোকান বন্ধ থাকবে ১০ এবং ১৩ জুলাই।

আগস্ট মাসে মদের দোকান বন্ধ থাকবে ৮ অগাস্ট, ১৫ অগাস্ট (স্বাধীনতা দিবস), ১৯ অগাস্ট (জন্মাষ্টমী), ৩১ অগাস্ট (গণেশ চতুর্থী)।

সেপ্টেম্বর মাসে মদের দোকান বন্ধ থাকবে ৯ সেপ্টেম্বর।

অক্টোবর মাসে মদের দোকান বন্ধ থাকবে ২ অক্টোবর (গান্ধি জয়ন্তি), ৫ অক্টোবর (দশহরা), ৯ অক্টোবর (বাল্মিকী জয়ন্তি), ২৪ অক্টোবর (দীপাবলি)।

নভেম্বর মাসে মদের দোকান বন্ধ থাকবে ৪ নভেম্বর (কার্তিকী একাদশী), ৮ নভেম্বর (গুরু নানক জয়ন্তি)।

ডিসেম্বর মাসে মদের দোকান বন্ধ থাকবে ২৫ ডিসেম্বর।

জানুয়ারি মাসে মদের দোকান বন্ধ থাকবে ১৪ জানুয়ারি (মকর সংক্রান্তি), ২৬ জানুয়ারি (প্রজাতন্ত্র দিবস), ৩০ জানুয়ারি (শহিদ দবস)।

ফেব্রুয়ারি মাসে মদের দোকান বন্ধ থাকবে ১৫ ফেব্রুয়ারি (স্বামী দয়ানন্দ সরস্বতী দিবস), ১৮ ফেব্রুয়ারি (মহাশিবরাত্রি), ১৯ ফেব্রুয়ারি (ছত্রপতি শিবাজি জয়ন্তি)।

মার্চ মাসে মদের দোকান বন্ধ থাকবে ৮ মার্চ হোলির কারণে।