সূরা প্রেমীদের মাথায় হাত! এই ৫ দিন রাজ্যে বন্ধ থাকবে মদের দোকান, বার

নিজস্ব প্রতিবেদন : ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সূরাপ্রেমীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন মদের দোকান (Liquor Shop) থেকে কোটি কোটি টাকার মদ বিক্রি হচ্ছে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো রাজ্য সরকারের রাজস্ব আদায়ের সবচেয়ে বড় জায়গা হল মদ। তবে রাজ্যের এই বিপুল সংখ্যক সুরাপ্রেমীদের রীতিমত মাথায় হাত পড়েছে রাজ্য সরকারের একটি নির্দেশিকা।

রাজ্যের বিভিন্ন জেলার আবগারি দপ্তরের তরফ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে সব মিলিয়ে ৫ দিন বন্ধ থাকবে মদের দোকান থেকে পানশালা অর্থাৎ বার। এমনকি যে সকল হোটেল বা রেস্তোরাঁয় মদ পরিবেশন করা হয়ে থাকে সেই সকল জায়গাতেও কোনরকম মদ পরিবেশন করা যাবে না। আবগারি দপ্তরের এমন নির্দেশিকাই মাথায় হাত পড়েছে সূরাপ্রেমীদের। এই পরিস্থিতিতে মদ না খেয়ে থাকতে পারা সূরাপ্রেমীদের আগাম মদ সঞ্চয় করে রাখতে হবে।

কিন্তু কেন এমন পদক্ষেপ নেওয়া হল আর কোন পাঁচ দিন বন্ধ থাকবে মদ কেনাবেচা? মূলত পঞ্চায়েত ভোটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুসারে যে কোন ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে বন্ধ করে দিতে হয় মত বিক্রি। সেই মতো ভোটের আগে বন্ধ থাকবে মদের দোকান। এখন দেখে নেওয়া যাক কোন পাঁচ দিন বন্ধ থাকবে মদের দোকান।

পঞ্চায়েত ভোটের কারণে মদের দোকান বন্ধ থাকবে ৬ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে। ৬ জুলাই থেকে ৮ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত বন্ধ মদের দোকান। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে সকল জায়গায় পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেই সকল জায়গায় এই নিয়ম কার্যকর। এর পাশাপাশি যে সকল জায়গায় পুনর্নির্বাচন হবে সেই সকল জায়গাতেও বন্ধ থাকবে পুনঃনির্বাচনের দিন মদের দোকান। পুনঃনির্বাচনের দিন ধার্য করা হয়েছে ১০ জুলাই। অন্যদিকে ফলাফল ঘোষণার দিন অর্থাৎ ১১ জুলাইও বন্ধ থাকবে মদের দোকান।

সব মিলিয়ে পাঁচ দিন বন্ধ থাকছে মদের দোকান। তবে যে সকল জায়গায় পঞ্চায়েত নির্বাচন নেই অর্থাৎ মিউনিসিপালিটি এলাকায় এই নিয়ম কার্যকর হবে না বলে জানা গিয়েছে। অন্যদিকে এই নিয়ম লাগু হওয়ার আগে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মদের দোকানগুলিতে লাইন পড়তে শুরু করেছে।