পুজোয় সুরাপ্রেমীদের জন্য খুশির খবর, রইলো না ঝঞ্ঝাট

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দুর্গা পুজো মানেই বাঙ্গালীদের সবথেকে বড় হৈহুল্লোড়ের উৎসব। আর এই উৎসব যে যার মত কাটাতে পছন্দ করেন। পুজোর মুখে লাগামছাড়া বৃষ্টিতে যখন মন মরা বাঙালিরা, ঠিক তখনই সূরা প্রেমীদের জন্য এলো বড়ই সুখবর। পুজোর দিনগুলিতে খোলা থাকবে রাজ্যের সবকটি মদের দোকান।

অক্টোবর মাসের ২ তারিখের পর থেকে ভাইফোঁটা পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের থাকে লম্বা ছুটি। কিন্তু এই ছুটির মরসুমেও বন্ধ থাকবে না একটিও মদের দোকান।

আগে পশ্চিমবঙ্গে ১২ দিন মদের দোকান বন্ধ থাকতো বছরে। যার মধ্যে পুজোর কয়েকটা দিনও ছিল। তবে মমতা সরকার ২০১১ সালে পশ্চিমবঙ্গের শাসনে আসার পর এই নিয়মের পরিবর্তন করেন ২০১৬ সালে। বন্ধের সংখ্যা কমিয়ে করা হয় মাত্র সাড়ে চার দিন। যে সাড়ে চার দিন এরাজ্যে মদের দোকান বন্ধ থাকে সেগুলি হল ২৬ শে জানুয়ারি, ১৫ই আগস্ট, ২রা অক্টোবর, মহরম এবং দোলের দিন দুপুর দুটো পর্যন্ত।

আর এমন সুসংবাদে খুশির হাওয়া সূরা প্রেমী মানুষদের মধ্যে। পুজোতে পুরো পরিষেবা মেলায় আর তাদের ঝঞ্ঝাট পোওয়াতে হবেনা।