শর্ত সাপেক্ষে লকডাউনের মাঝেই খুলতে চলেছে মদের দোকান

নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় দফার লকডাউন শেষের মুখে। এবার তৃতীয় দফার লকডাউন শুরু হতে চলেছে গোটা দেশে। হ্যাঁ, এতদিন মানুষ আশায় ছিল যে ৩ রা মে’র পর পুরো দেশের লকডাউন উঠে যাবে, ৪ ঠা মে থেকে সবকিছু স্বাভাবিক হবে। কিন্তু শুক্রবার নরেন্দ্র মোদী, অমিত শাহের বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে যে এই লকডাউন আরও দীর্ঘায়িত হতে চলেছে ১৭ই মে অবধি।

এতদিন অবধি এই দীর্ঘ লকডাউনে বন্ধ ছিল মদের দোকান। কিন্তু তৃতীয় দফার এই লকডাউনে সুরাপ্রেমীদের জন্য একটি সুখবর আসছে। হ্যাঁ, এই দফায় মদের দোকান ও পানের দোকান খুলে রাখা হবে। তবে এই মদের দোকান ও পানের দোকান খোলা থাকবে শুধুমাত্র গ্রীন জোনে। রেড জোনে কখনোই মদের দোকান ও পানের দোকান খোলা হবে না, সংবাদ সংস্থা ANI সূত্রে এমনই খবর মিলেছে।

মদের দোকান পানের দোকান খোলা থাকবে তবে সেই দোকানগুলি খোলা হবে কতগুলি শর্ত মেনে। হ্যাঁ, এই শর্তগুলি সংশ্লিষ্ট দোকান কর্তৃপক্ষ মেনে চললে তবেই তারা দোকান খোলা ছাড়পত্র পাবেন। যদি তারা এই শর্তগুলি পালন না করেন তবে পুলিশ ও প্রশাসন সেই দোকানের বিরুদ্ধে যথাপোযুক্ত ব্যবস্থা নেবেন। জেনে নিন কোন কোন শর্তে খোলা থাকছে ৪ মে থেকে মদের দোকানগুলি।

১) মদের দোকান খোলা থাকলেও কখনোই ভিড় করা যাবে না।

২) একসাথে পাঁচ জনের বেশি দোকানের সামনে দাঁড়াতে পারবে না।

৩) মদের দোকানে একে অপরের সাথে দূরত্ব রাখতে হবে ৬ ফুট (২ গজ)।

৪) স্বাস্থ্যবিধি নির্ধারিত বাদ বাকি নিয়মগুলিও পালন করতে হবে। যার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত।

এই শর্তগুলি পালন করবে যে সকল দোকানদাররা একমাত্র সেই সকল দোকানদারদেরই মদের দোকান খোলার অনুমতি দেওয়া হবে। এই শর্তগুলি পালন করা না হলে সেই দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।