প্রকাশ্যে এলো ২৭ জোড়া ট্রেনের তালিকা, যেগুলি জেলায় চলবে ডিসেম্বর থেকে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত ১১ নভেম্বর থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে। বর্তমান করোনাকালে যা রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে বলে জানান দেয়। তবে লোকাল ট্রেন পরিষেবা কলকাতা এবং শহরতলী এলাকায় চালু হলেও নন-সাবার্বান ট্রেন পরিষেবা চালু হয়নি। নানান সমস্যার কারণে এই নন-সাবার্বান ট্রেন পরিষেবা চালু হতে ব্যাহত থাকে। যদিও পরবর্তীকালে ধাপে ধাপে রাজ্য সরকার জেলায় নন-সাবার্বান ট্রেন পরিষেবা চালু করার অনুমতি দেয়।

Advertisements

Advertisements

যার পর রাজ্য সরকার এবং রেল বোর্ডের বৈঠকের পর সিদ্ধান্ত হয় আগামী ২ ডিসেম্বর থেকে নন-সাবার্বান ট্রেন পরিষেবা চালু করা হবে। প্রথম দফায় ২৭ জোড়া অর্থাৎ ৫৪টি ট্রেন পরিষেবা চালু হবে এবং পরবর্তীকালে দিন কয়েকের দিনের মধ্যেই তা দ্বিগুণ করা হবে।

Advertisements

শুক্রবার রেলমন্ত্রী পীযুষ গোয়েল ট্যুইট করে জানান, “পশ্চিমবঙ্গ থেকে ডিসেম্বর মাসের ২ তারিখ থেকে ৫৪টি অর্থাৎ ২৭ জোড়া নন-সাবার্বান প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থায় মুড়ে যথাযথভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে চালানো হবে। যাতে করে রাজ্যের মানুষের চলাচল, সংযোগ ও সুবিধাকে সহজতর করবে।”

যখন রাজ্যের জেলার বাসিন্দা ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ার প্রতীক্ষায় রয়েছে ঠিক সেসময় রেলমন্ত্রীর এমন ঘোষণা সুখবরের পাশাপাশি স্বস্তি দেয় বাসিন্দাদের। স্বস্তির পাশাপাশি বাসিন্দাদের মধ্যে কৌতূহল জাগে কোন কোন রুটে কি কি ট্রেন দেওয়া হচ্ছে তা জানতে। আর এবার সেই ট্রেনের তালিকা প্রকাশ করা হলো রেল বোর্ডের তরফ থেকে।

২৭ জোড়া ট্রেনের তালিকা ও রুট

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মার্চ মাসের ২২ তারিখ থেকেই একপ্রকার বন্ধ ট্রেন চলাচল। আর এই দীর্ঘ ৯ মাস ট্রেন চলাচল বন্ধ থাকার পর আগামী ডিসেম্বর মাসের ২ তারিখ থেকে পুনরায় অল্পসংখ্যক হলেও ট্রেন পরিষেবা চালু হতে চলেছে জেলাগুলিতে।

Advertisements