শাসন ব্যবস্থার নিরিখে দেশের নিকৃষ্ট রাজ্য উত্তরপ্রদেশ, দেখে নিন পশ্চিমবঙ্গের স্থান

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের কোন রাজ্যের শাসন ব্যবস্থা সবথেকে ভালো এবং কোন রাজ্যের শাসন ব্যবস্থা সবথেকে খারাপ, পাশাপাশি প্রতিটি রাজ্যের শাসন ব্যবস্থা কেমন তা নিয়ে প্রাক্তন ইসরো (ISRO) প্রধান কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার (Public Affairs Centre) নামে বেঙ্গালুরুর একটি স্বেচ্ছাসেবী সংস্থা একটি সমীক্ষা চালায়। যে সমীক্ষার ফলাফল হিসেবে জানা গিয়েছে শাসন ব্যবস্থার নিরিখে দেশের সেরা রাজ্য হল কেরল। আর শাসন ব্যবস্থার নিরিখে দেশের নিকৃষ্ট রাজ্য উত্তরপ্রদেশ। উল্লেখ্য এই সমীক্ষায় দক্ষিণ ভারতের রাজ্যগুলি শাসন ব্যবস্থার নিরিখে প্রথম সারির দিকে স্থান পেয়েছে।

সমীক্ষা চালানো ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে এই মান নির্বাচন করা হয়েছে সুসংহত উন্নয়নের পরিকল্পনা, রাজ্যের নাগরিকদের জীবন ধারণের মান এবং নাগরিকদের নিরাপত্তা বিষয়ক সূচকের নিরিখে। সেরার তালিকায় কেরল এবং নিকৃষ্ট তালিকায় উত্তরপ্রদেশের স্থান দখল করার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলি এই সমীক্ষায় কোন তালিকায় রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এর পাশাপাশি দেখে নেওয়া যাক এই সমস্যার সমীক্ষার নিরিখে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা প্রসঙ্গে স্থান কত নম্বরে!

বড় রাজ্যের তালিকায় স্থান অধিকারী রাজ্য এবং তাদের মান

  1. কেরল : ১.৩৮৮
  2. তামিলনাড়ু : ০.৯১২
  3. অন্ধ্রপ্রদেশ : ০.৫৩১
  4. কর্ণাটক : ০.৪৬৮
  5. ছত্তিশগড় : ০.৪২৯
  6. তেলেঙ্গানা : ০.৩৮৮
  7. মহারাষ্ট্র : ০.১৪৩
  8. পাঞ্জাব : ০.০৯১
  9. গুজরাত : ০.০৫৪
  10. মধ্যপ্রদেশ : -০.৩৪৫
  11. রাজস্থান : -০.৩৮
  12. পশ্চিমবঙ্গ : -০.৪৮৯
  13. আসাম : -০.৬৭১
  14. হরিয়ানা : -০.৭০১
  15. ঝাড়খন্ড : -০.৯৫৭
  16. বিহার : – ১.১৫৮
  17. ওড়িশা : -১.২০১
  18. উত্তরপ্রদেশ : -১.৪৬১

এই সমীক্ষায় ছোট রাজ্যগুলির শাসন ব্যবস্থার নিরিখে সবার প্রথমে রয়েছে গোয়া এবং সবার শেষে রয়েছে মনিপুর। দ্বিতীয় স্থানে রয়েছে মেঘালয়, তৃতীয় স্থানে হিমাচলপ্রদেশ এবং পরপর অন্যান্য ছোট রাজ্যগুলি হলো সিকিম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড এবং শেষের দিকে দ্বিতীয় তালিকায় রয়েছে দিল্লি।

সমীক্ষার নিরিখে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শাসন ব্যবস্থায় প্রথম স্থান অধিকার করেছে চন্ডিগড়। পাশাপাশি অন্যান্য রাজ্যগুলি যথাক্রমে পদুচেরি, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু-কাশ্মীর এবং সবার শেষে দাদরা ও নগর হাভেলি।