রাজ্যে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১৬, কোথায় কত রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনাভাইরাসের আবহে বিশ্বের প্রতিটি দেশের অবস্থা নাছোড়বান্দা। সকলেই এই খুদে ভাইরাসের থেকে মুক্তির পথ খুঁজছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম প্রতিষেধক অথবা ওষুধ বের না হওয়াই দুশ্চিন্তায় দিন কাটছে বিশ্বের কোটি কোটি মানুষের। বিশ্বে ইতিমধ্যে এই ভাইরাসের সংক্রমনের সংখ্যা ৩৬৪৬২০১, ভারতে ৪৬৪৩৩। আর পশ্চিমবঙ্গের সংখ্যাটা ১২৫৯।

দিনের পর দিন পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় সংক্রমণের সংখ্যা বাড়ছে। যে কারণে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সোমবার নতুন করে ঘোষণা করা হয় রাজ্যের আরও কিছু কনটেইনমেন্ট জোনের নাম। এরপর এই সংখ্যাটা বেড়ে বর্তমানে দাঁড়ালো ৫১৬ টিতে। আর এই ৫১৬টি কনটেইনমেন্ট জোনের মধ্যে কলকাতাতেই রয়েছে ৩১৮ টি। বাকিগুলি রয়েছে রাজ্যের অন্যান্য জেলায়। গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট পেশ করা হয় তা থেকে স্পষ্টভাবে জানা যায় বর্তমানে রাজ্যের কোন জেলায় কত সংক্রমণ রয়েছে। এর আগে পর্যন্ত তেমন পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেশ করে নি রাজ্য সরকার। তবে কেন পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেশ করা হয়নি তার সাফাই দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

মুখ্য সচিব রাজিব সিনহা সোমবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “এতদিন পর্যন্ত আমাদের কাছে সব জায়গার রিপোর্ট ঠিকঠাক আসছিল না। এখন সরকারি ও বেসরকারি সমস্ত পরীক্ষা কেন্দ্র থেকে ঠিকঠাক রিপোর্ট আসতে শুরু করেছে। ফলে এখন থেকে আমরা সমস্ত খুঁটিনাটি রিপোর্ট পেশ করতে পারব।” অন্যদিকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “বর্তমানে রাজ্যের কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৫১৬। লকডাউনের তৃতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বেশকিছু ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ছাড় দেওয়া হলেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় কনটেইনমেন্ট জোন থেকে কাউকে বের হতে অথবা ঢুকতে দেওয়া যাবে না। এক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। কনটেইনমেন্ট জোন রেড, অরেঞ্জ, গ্রীন কোনো জোনের অন্তর্ভুক্ত তা গুরুত্বপূর্ণ নয়। কনটেইনমেন্ট জোন যে জোনেরই অন্তর্ভুক্ত হোক না কেন সব জায়গাতেই কড়া পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য সরকার।”

রাজ্যের কোন কোন জেলায় কত কনটেইনমেন্ট জোন?

কনটেইনমেন্ট জোনের সংখ্যার বিচারে রাজ্যে সবথেকে এগিয়ে রয়েছে কলকাতা, যেখানে সংখ্যাটা হলো ৩১৮। এর পরেই রয়েছে হাওড়া, যেখানে কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৭৪। ঠিক তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৪১। এরপর রয়েছে হুগলি, কনটেইনমেন্ট জোন ১৮ টি। বাকি রাজ্যের অন্যান্য জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরে কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৯ ও পশ্চিম মেদিনীপুরে ৫। এছাড়াও মালদাতে ৩টি, দার্জিলিংয়ে ২টি, নদিয়ায় ২টি কনটেইনমেন্ট জোন রয়েছে। বাকি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় একটি করে কনটেইনমেন্ট জোন রয়েছে।