বিশ্বের ১৮ টি দেশকে যে কারণে এখনো ছুঁতে পারেনি করোনা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের ১৩ লক্ষের কাছাকাছি মানুষ করোনা ভাইরাসে সংক্রামিত, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭০০০০-এর কাছাকাছি। বর্তমানে বিশ্বের ১৯৩ টি দেশের মধ্যে ১৫০ টি দেশেই এর সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এখনও পর্যন্ত বিশ্বে এমন ১৮টি দেশ রয়েছে যারা করোনাভাইরাসের সংক্রমণ মুক্ত।  এক কথায় এই সকল দেশগুলিকে ‘করোনামুক্ত দেশ’ বলে সার্টিফিকেট দিচ্ছে রাষ্ট্রপুঞ্জ। এমনকি বিবিসি-র রিপোর্ট বলছে, বিশ্বের এই ১৮টি দেশে করোনাভাইরাস পৌঁছনোর আশঙ্কা প্রায় নেই বলেই চলে।

Advertisements

Advertisements

কিন্তু এটা কিভাবে সম্ভব?

Advertisements

রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে মনে করা হচ্ছে, বিশ্বের অতি ক্ষুদ্র এই দেশগুলিতে পর্যটকদের সংখ্যা নেই বললেই চলে। তাই এই দেশগুলিতে থাবা বসাতে পারেনি কোরোনা। এমনকি এই দেশগুলির জনসংখ্যাও খুবই কম। জনসংখ্যা ১০ হাজারেরও নিচে। যে কারণে জনঘনত্বও কম। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই সহজ। আর পর্যটন বা বিদেশী নাগরিকদের আসা যাওয়া এই সকল দেশগুলিতে না থাকায় করোনা ঢুকতেই পারেনি। তবে এই ১৮টি দেশের তালিকায় থাকা দু’টি দেশ নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নয় রাষ্ট্রপুঞ্জ। একটি হল উত্তর কোরিয়া আর অন্যটি যুদ্ধবিদ্ধস্ত ইয়েমেন।

অভিযোগ উঠছে, করোনা সংক্রামিতদের লুকিয়ে মেরে ফেলে তথ্য চেপে যেতে পারেন সেখানকার শাসক কিম জং উন। তার শাসন কালে আগেও এরকম বহু ভয়াবহ ঘটনা ঘটায় এরকম হওয়া অসম্ভব নয়। কানাঘুষো শোনা যাচ্ছে, করোনাভাইরাসে সংক্রামিত রোগীদের মেরে ফেলা হচ্ছে উত্তর কোরিয়ায়। তবে এর সপক্ষে এখনও পর্যন্ত কোনও প্রমাণ কোথাও মেলেনি। অন্যদিকে এই একই সন্দেহ রয়েছে ইয়েমেনের দিকেও। তবে বাকি দেশগুলি নিয়ে নিশ্চিত রাষ্ট্রপুঞ্জ।

নাউরু, কিরিবাতি, টুভালুর মতো ছোট দেশগুলির জনসংখ্যা ১০ হাজারের থেকে কিছুটা কম বা বেশি। ফলে এই দেশগুলিতে সামাজিক দূরত্ব বজায় রয়েছে এমনিতেই। আর যে কারণেই এই দেশগুলি এখনও করোনা-মুক্ত।

লেসথো, মার্শাল আইল্যান্ড, মাইক্রোশিয়া, পালাউ, সামোয়া আইল্যান্ড, টোমে অ্যান্ড প্রিন্সিপি, সলোমোন আইল্যান্ড, দক্ষিণ সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, টোঙ্গা, ভানুয়াতু এই সকল দেশে পর্যটক বা বিদেশি নাগরিক প্রায় আসে না বললেই চলে। এই দেশগুলিও এখনও করোনা-মুক্ত।

আবার এই তালিকায় কিছু কিছু এমন দেশ আছে যারা আগে থেকেই সাবধানতা অবলম্বন করে নিজেদের দেশে করোনাকে ঢুকতে দেয়নি। যেমন নাউরু, টোঙ্গা, ভানাউতুর মতো ছোট দেশগুলি অনেক আগে থেকেই বিপদের আশঙ্কা করে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল। আগাম সাবধানতার ফলও পেয়েছে তারা। করোনা-মুক্ত জীবন কাটাচ্ছেন সে সব দেশের মানুষ। আর এখনও বিশ্বের করোনামুক্ত দেশগুলি হলো উত্তর কোরিয়া, ইয়েমেন, নাউরু, কিরিবাতি, টুভালুর, লেসথো, মার্শাল আইল্যান্ড, মাইক্রোশিয়া, পালাউ, সামোয়া আইল্যান্ড, টোমে অ্যান্ড প্রিন্সিপি, সলোমোন আইল্যান্ড, দক্ষিণ সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, টোঙ্গা, ভানুয়াতু, অ্যান্টার্কটিকা মহাদেশ।

Advertisements