বিশ্বের যেসব দেশে পেট্রোলের দাম এক বোতল জলের চেয়েও সস্তা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের কমকরে ৬টি রাজ্যে ইতিমধ্যেই পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। প্রতিনিয়ত পেট্রোল ডিজেলের মত জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। বিরোধীরা বারংবার এই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে সরব হলেও কোনভাবেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে এখনো বিশ্বের একাধিক দেশ রয়েছে যেখানে পেট্রোলের দাম লিটার প্রতি এক বোতল জলের দামের চেয়েও সস্তা।

Advertisements

Advertisements

জলের দামে পেট্রোল বিক্রি হয় যে সকল দেশে

Advertisements

ভেনেজুয়েলা : বিশ্বের সবথেকে সস্তায় এই দেশে পেট্রোল বিক্রি হয়ে থাকে। ভেনিজুয়েলায় ১ লিটার পেট্রোলের দাম মাত্র ১ টাকা ৪৫ পয়সা। ভারতের মতো দেশে যে মূল্যে কোন যানবাহনে চড়ায় সম্ভব নয় সেই জায়গায় এই দেশের নাগরিকরা এই মূল্যের পেট্রোল গাড়িতে ভরে কিলোমিটারের পর কিলোমিটার পাড়ি দিচ্ছেন।

ইরান : ইরানে লিটার প্রতি পেট্রোলের দাম মাত্র ৪ টাকা ৭৩ পয়সা। অর্থাৎ এই দেশে ১০০ টাকায় ২২ লিটারের কাছাকাছি পেট্রোল পেয়ে থাকেন নাগরিকরা।

অ্যাঙ্গোলা : এখানেও পেট্রোলের লিটার প্রতি দাম ২০ টাকার কম। লিটার প্রতি পেট্রোলের দাম পড়ে ১৮ টাকা ১৪ পয়সা।

আলজেরিয়া : কাড়ি কাড়ি তেল তৈরি হলেও আলজেরিয়ায় পেট্রোলের দাম কিছুটা বেশি। এখানে পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ টাকা ৯ পয়সা।

কুয়েত : কুয়েতে লিটার প্রতি পেট্রোলের দাম ২৫ টাকা ৪০ পয়সা। অর্থাৎ এই সকল দেশগুলির মধ্যে একাধিক দেশ রয়েছে যেখানে ভারতীয় মুদ্রায় এক বোতল পানীয় জলের চেয়েও সস্তা লিটার প্রতি পেট্রোলের দাম।

যে সকল দেশে পেট্রোলের দাম ১০০ টাকার বেশি

লিটার প্রতি ১০০ টাকা পেট্রোলের দাম রয়েছে এমন তালিকায় একাধিক দেশ থাকলেও ভারত এই তালিকায় নতুন করে নাম লিখিয়েছে। এছাড়াও ডেনমার্কে লিটারপ্রতি পেট্রোলের দাম ১৪৫ টাকা ৩ পয়সা, নরওয়েতে পেট্রোলের দাম লিটার প্রতি ১৫২ টাকা ৫৯ পয়সা, নেদারল্যান্ডে লিটার প্রতি পেট্রোলের দাম ১৫৬ টাকা ৬৭ পয়সা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে লিটার প্রতি পেট্রোলের দাম ১৬১ টাকা ৮৮ পয়সা, হংকংয়ে লিটার পেট্রোলের দাম ১৮২ টাকা ৩৮ পয়সা। উন্নত দেশগুলির মধ্যে ব্রিটেনে লিটার প্রতি পেট্রোলের দাম ১৩৩ টাকা ৬৮ পয়সা, জার্মানিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১৩২ টাকা ৫৬ পয়সা, ফ্রান্সে পেট্রোলের দাম লিটার প্রতি ১৩৬ টাকা ২৮ পয়সা।

উন্নত যেসকল দেশগুলিতে পেট্রোলের দাম বেশ সস্তা

আমেরিকায় পেট্রোলের দাম লিটার প্রতি মাত্র ৫৬ টাকা ৩৭ পয়সা, রাশিয়ায় পেট্রোলের দাম লিটার প্রতি মাত্র ৪৯ টাকা ২২ পয়সা, চিনে লিটার প্রতি পেট্রোলের দাম মাত্র ৮১ টাকা ৮৫ পয়সা।

Advertisements