৩০ জুন পর্যন্ত যেসকল ক্ষেত্রে মিলবে ছাড়, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আশা করা হয়েছিল হয়তো আগামী ১৫ জুন কঠোর বিধিনিষেধের মেয়াদ সমাপ্ত হবে পশ্চিমবঙ্গে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেয়াদ আরও ১৫ দিন বাড়ালেন। ৩০ জুন পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ। তবে তার মধ্যেই একাধিক ছাড় দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। চলুন দেখে নেওয়া যাক সেই ছাড়ের তালিকা।

Advertisements

Advertisements

আংশিক ছাড়ের তালিকা

Advertisements

১) সরকারি অফিস খোলা থাকবে ২৫% কর্মীদের উপস্থিতিতে। সকাল ১০টা থেকে বিকাল ৪টেপর্যন্ত খোলা থাকবে অফিস

২) কর্মীদের যাতায়াতের জন্য ই-পাসের ব্যবস্থা করা হবে। এই ই-পাসের ব্যবস্থা করবে অফিস।

৩) প্রাতঃভ্রমণের খোলা থাকবে পার্ক। পার্ক খোলার সময় সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত। পার্কে যে সকল ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন যারা টিকার দুটি ডোজ নিয়েছেন।

৪) বাজার খোলার ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে এক ঘন্টা। এখন থেকে বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত।

৫) অন্যান্য দোকান খোলার ক্ষেত্রে সময়সীমা বেড়েছে ৩ ঘণ্টা। অন্যান্য দোকান এখন থেকে খোলা থাকবে সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।

৬) খুলে যাচ্ছে এবং সময়সীমা বাড়ছে রেস্তোরাঁ, বার, হোটেলের ক্ষেত্রেও। খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত।

৭) শপিংমল খোলার সময় সীমা করা হয়েছে সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। ২৫% কর্মীদের নিয়ে খোলা হবে শপিংমল এবং ৩০% ক্রেতা ঢুকতে পারবেন।

৮) দর্শক ছাড়া স্টেডিয়ামে খেলা হতে পারে বলে জানানো হয়েছে।

৯) সর্বোচ্চ ৫০ জন সদস্যের উপস্থিতিতে শুটিং ইউনিট খোলা যেতে পারে। তবে শ্যুটিং ইউনিটে যারা উপস্থিত থাকবেন তাদের টিকাকরণ সম্পূর্ণ হতে হবে।

১০) ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

বন্ধ থাকবে যে সকল ক্ষেত্র

১) স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২) স্পেশাল ট্রেন ছাড়া বন্ধ থাকবে লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা, বাস পরিষেবা, জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে অটো, ট্যাক্সি সহ সমস্ত রকম গণপরিবহণ।

৩) সামাজিক এবং রাজনৈতিক জমায়েত বন্ধ থাকবে।

৪) বন্ধ থাকবে সিনেমা হল, বিউটি পার্লার, স্পা।

৫) রাত্রি ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবেনা।

সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড়

১) বিবাহ অনুষ্ঠান সহ অন্যান্য এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারবেন।

২) অন্তিম ক্রিয়ায় সর্বোচ্চ ২০ জন উপস্থিত থাকতে পারবেন।

Advertisements