নতুন বছরে কোন কোন দিন বন্ধ থাকবে মদের দোকান, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : আর মাত্র কয়েকটি দিন পরেই নতুন বছর। নতুন বছর মানেই নতুন ক্যালেন্ডার। আর এই নতুন ক্যালেন্ডার হাতে পেতেই অধিকাংশ মানুষ নতুন বছরে কোন কোন দিন ছুটি রয়েছে তা খুঁজতে শুরু করেন। ঠিক একইভাবে সূরা প্রেমীদের মধ্যেও খোঁজখবর শুরু হয় নতুন বছরের কোন কোন দিন বন্ধ থাকবে মদের দোকান। কারণ এই ছুটির দিন দেখেই তৃষ্ণা মেটাতে আগে থেকেই তারা বন্দোবস্ত করতে পারেন।

ভারতের মতো দেশে লক্ষ লক্ষ সুরা প্রেমীদের কাছে মদের দোকান বন্ধ থাকা অর্থাৎ ড্রাই ডে (Dry Day) মানেই দুঃখ বেদনা। কারণ দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর লকডাউন পরবর্তী সময়ে মদের দোকান খুলতেই যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা তা আজও কারোর ভোলার নয়। সংক্রমণের ভীতিকে দূরে সরিয়ে মদের উপর অতিরিক্ত কর দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে তারা বাড়িতে তুলেছিলেন এক বা দুই বোতল মদ। আর এই সকল কথা মাথায় রেখেই চলুন দেখে নেওয়া যাক আগামী বছর কোন কোন দিন বন্ধ থাকবে পশ্চিমবঙ্গে মদের দোকান।

১) ২৬ শে জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই দিনটিতে রাজ্যের এবং দেশের প্রতিটি মদের দোকান সারা দিন বন্ধ থাকবে।

২) ১৫ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে দিনভর রাজ্য ও দেশজুড়ে বন্ধ থাকবে মদের দোকান।

৩) ২ অক্টোবর : মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ২ অক্টোবর দিনভর বন্ধ থাকবে মদের দোকান।

৪) দোলযাত্রা : দোলযাত্রা উপলক্ষে আগামী বছর ২৮ মার্চ আংশিকভাবে বন্ধ থাকবে মদের দোকান। (নির্ভর করছে সরকারি নির্দেশিকার উপর)।

৫) মহরম : ইসলাম ধর্মাবলম্বীদের শোক পালন মহরমের দিন ১৯ আগস্ট দিনভর বন্ধ থাকবে মদের দোকান।

৬) নির্বাচন : আগামী বছর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। আর এই সময়ে স্থানবিশেষে মদের দোকান খোলা রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হবে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী। তবে এখনো বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে।