বিজ্ঞাপন

জ্যোতিপ্রিয় মল্লিকের ৩৫টি FD, RD অ্যাকাউন্টের হদিশ! এক একটিতেই রয়েছে লক্ষ লক্ষ টাকা!

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদন : রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তেড়েফুঁড়ে নামতেই ইডির জালে পড়েন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। বৃহস্পতিবার সকালবেলায় তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেন এবং তারপর প্রায় ২১ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি। শেষমেষ শুক্রবার ভোর রাতে তাকে আনা হয় সিজিও কমপ্লেক্সে। সেখানেই জানানো হয় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু দা গ্রেপ্তার হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তার নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে। বিরোধীরাও বারংবার তার বিপুল পরিমাণ সম্পত্তি এবং মাত্র কয়েক বছরের মধ্যেই কিভাবে ফুলেফেঁপে উঠলেন তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নানান অভিযোগ করছেন। এরই মধ্যে মন্ত্রীর ৩৫ টি ফিক্সড ডিপোজিট এবং রেকর্ডিং ডিপোজিটের হদিস মিলল।

বিজ্ঞাপন

সূত্র মারফৎ জানা যাচ্ছে, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট সহ বিভিন্ন খাতে বিপুল পরিমাণ টাকা জমা রয়েছে। সম্প্রতি সূত্র মারফত যে হিসাব সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, তার কলকাতা হাইকোর্ট এসবিআই ব্রাঞ্চে একটি আরডি অ্যাকাউন্টে রয়েছে ৮ লক্ষ ৮০ হাজার টাকা। কলকাতা হাইকোর্ট এসপিবি এসবিআই ব্রাঞ্চে রয়েছে ৮ লক্ষ টাকার আরেকটি আরডি অ্যাকাউন্ট। ওই একই ব্রাঞ্চে রয়েছে ৫ লক্ষ টাকার আরও একটি ফিক্সড অ্যাকাউন্ট।

বিজ্ঞাপন

ওই একই ব্রাঞ্চের আরও একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে রয়েছে ৩ লক্ষ ১,৩৬৮ টাকা। একই ব্রাঞ্চের আরও একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে ৮ লক্ষ ১৫ হাজার ৬২৭ টাকা। এখানেই রয়েছে ১৩ লক্ষ টাকার আরও একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এখানে আরও একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে রয়েছে ৬ লক্ষ ৬ হাজার ৫৯২ টাকা। একই জায়গায় ৯ লক্ষ ৯০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে।

এখানেই রয়েছে ছয় লক্ষ, সাত লক্ষ, আট লক্ষ, ১১,১০,৬০২ টাকার ফিক্সড ডিপোজিট। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলেজ স্ট্রিট ব্রাঞ্চে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে রয়েছে ১৩ লক্ষ টাকা। সামাতা কো-অপারেটিভ দেব ব্যাংক লিমিটেড সল্টলেক করুণাময়ী শাখায় রয়েছে ১ লক্ষ ৯৮ হাজার টাকা, ২ লক্ষ ১৬ হাজার ৪৩০ টাকা, ২ লক্ষ ৩৫ হাজার ৯৯৮ টাকার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। উল্লেখযোগ্য বিষয় হল একই ব্যাংকের একই ব্রাঞ্চে একই রকম টাকার অনেকগুলি ফিক্সড ডিপোজিট অথবা আরডি রয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।