নিজস্ব প্রতিবেদন : বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীরি ফাইলস সিনেমাটি রিলিজ হওয়ার পর থেকেই চর্চার শেষ নেই। এই সিনেমার মূল নায়ক হলেন কাশ্মীরি পণ্ডিতরা। এই সিনেমাটি নিয়ে সম্প্রতি নানান তর্ক বিতর্ক শুরু হয়েছে। তবে যখন চর্চায় উঠে এসেছেন কাশ্মীরি পণ্ডিতরা, সেই সময় এমন ৫ জন কাশ্মীরি পন্ডিতদের কথা জেনে নেব, যারা জন্মেছেন কাশ্মীরে, কিন্তু কাজের নিরিখে কাঁপাচ্ছেন বলিউড।
মোহিত রায়না : হিন্দি টেলিভিশনের অন্যতম সুপারস্টার হলেন মোহিত রায়না। ১৯৮২ সালের ১৪ আগস্ট তার জন্ম হয় এবং জম্মুতে তার বড় হয়ে ওঠা। পড়াশুনাও সেখানে হওয়ার পর তিনি এখন মুম্বইয়ে রয়েছেন কর্মসূত্রে। ঢাকা দ্বীপ টেলিভিশন, ওয়েব সিরিজ এবং সিনেমায় কাজ করেছেন তিনি। ‘দেবো কে দেব মহাদেব’ ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি আজও দর্শকদের মণিকোঠায় রয়েছেন।
কুনাল খেমু : পতৌদি নবাব বংশের জামাই হলেন কুনাল খেমু। তিনিও একজন কাশ্মীরি পন্ডিত, তবে তা অনেকেই জানেন না। তিনি জন্মগ্রহণ করেছিলেন কাশ্মীরের এক ব্রাহ্মণ পরিবারে। পরে তিনি মুম্বইয়ের চলে আসেন এবং বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তার বিয়ে হয় শোয়েব আলী খানের বোনসোয়া আলী খানের সঙ্গে।
এম কে রায়না : এম কে রায়নার পুরো নাম মহারাজ কৃষ্ণ রায়না। গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, রব নে বানা দি জোড়ি ইত্যাদি বিভিন্ন ছবিতে তিনি অভিনয় করেছেন। ১৯৪৮ সালের ২৪ জুলাই কাশ্মীরের শ্রীনগরে তার জন্ম হয়েছিল।
কিরণ কুমার : বলিউডের অন্যতম খলনায়ক হিসেবে পরিচিত কিরণ কুমার একজন কাশ্মীরি পন্ডিত। বিভিন্ন সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি অভিনয় করেছেন টেলিভিশন শোতে। যদিও তার জন্ম হওয়ার আগেই তার বাবা মুম্বই চলে এসেছিলেন।
রাজ কুমার : বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে প্রত্যেকেই চেনেন। তার আসল নাম কুলভুষণ পন্ডিত। বলিউডে নাম করার কারণে তিনি তার নাম পরিবর্তন করে নিয়েছিলেন। তার জন্ম হয়েছিল পাকিস্তানের লোরালইতে। তিনি একজন কাশ্মীরি পন্ডিত। এছাড়াও কাশ্মীরি পন্ডিত হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা অনুপম খের।