মন্ত্রী হিসেবে শপথ নেবেন কারা, প্রকাশ্যে এলো ৪৩ জনের নামের তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রত্যাবর্তন তাদের তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের শাসনে ফেরালো। প্রথম থেকেই গেরুয়া শিবিরের সাথে জোরালো প্রতিদ্বন্দ্বিতার আঁচ পাওয়া যাচ্ছিল। তবে দুই দলের কড়া প্রতিদ্বন্দিতা হলেও আসন সংখ্যার নিরিখে গেরুয়া শিবিরের তুলনায় তৃণমূল দখল করে প্রায় তিনগুণ আসন। তৃণমূলের দখলে যায় মোট ২১৩ টি আসন। পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

Advertisements

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসার পর তার মন্ত্রিসভায় কারা কারা স্থান পাবেন তা নিয়ে জোড় জল্পনা চলছিল রাজ্য রাজনীতিতে। একাধিক নতুন মুখের পাশাপাশি পুরাতন মুখের নাম উঠে আসছিল এই মন্ত্রিসভায়। আর অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে রবিবার প্রকাশ্যে এলো কারা কারা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।

Advertisements

প্রকাশ্যে আসা তালিকায় নাম রয়েছে ৪৩ জন তৃণমূল বিধায়কের। যাদের মধ্যে পুরাতনের পাশাপাশি একগুচ্ছ নতুন মুখ লক্ষ্য করা। আগামীকাল তালিকায় থাকা বিধায়করা মন্ত্রিত্বের জন্য রাজ ভবনে শপথ গ্রহণ করবেন। সকাল ১০ টা ৪৫ মিনিটে এই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে।

চলুন দেখে নেওয়া যাক সেই সকল বিধায়কের নাম

[aaroporuntag]
সুব্রত মুখার্জি, পার্থ চ্যাটার্জি, অমিত মিত্র, সাধন পান্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিমচন্দ্র হাজরা, মানস ভুঁইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিংহ, শোভন দেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, ডঃ শশী পাঁজা, মহঃ গোলাম রব্বানী, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লা চৌধুরী, বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবির, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যা রানী টুডু, ব্লু চিক বারিক, সুজিত বসু, ইন্দ্রনিল সেন, দিলীপ মন্ডল, আখরুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, ইয়াসমিন সাবিনা, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ চন্দ্র অধিকারী এবং মনোজ তিওয়ারি।

Advertisements