ব্যাপক অর্থ সংকট, সবচেয়ে বেশি দুর্দশায় ভুগছে কোন দেশ, কত নম্বরে ভারত

নিজস্ব প্রতিবেদন : করোনা অতিমারি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অশান্তি বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। বিশ্ব অর্থনীতি টালমাটাল হওয়ার খেসারত দিতে হচ্ছে বিভিন্ন দেশকে। ব্যাপক অর্থসংকটের কারণে বিভিন্ন দেশে ইতিমধ্যেই নেমে এসেছে দুর্দশার ছায়া। মানুষের হাতে কমেছে টাকা পয়সা, রোজগার হারিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভুগছেন দূর্দশাই।

বিশ্বের কোন দেশ এই মুহূর্তে সবচেয়ে বেশি দুর্দশা গ্রস্ত অর্থাৎ সবথেকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাটাচ্ছে? এই প্রশ্নের উত্তরে বিখ্যাত অর্থনীতিবিদ স্টিভ হাঙ্কে একটি তালিকা প্রকাশ করেছেন। যে তালিকা থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্থ দেশটি হলো জিম্বাবুয়ে (Zimbabwe)। তবে শুধু জিম্বাবুয়ে নয় পাশাপাশি এই তালিকায় প্রথম সারিতেই রয়েছে শ্রীলঙ্কা (Srilanka), আর্জেন্টিনা (Argentina) এবং ইউক্রেনের (Ukraine) মত দেশও।

দুর্দশাগ্রস্থ ১৫৭ টি দেশের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাতে আবার জায়গা রয়েছে ভারতেরও (India)। এই তালিকা সামনে আসার পর যখন দেখা যাচ্ছে ভারতও এই তালিকার অন্তর্ভুক্ত তখন কৌতুহল জাগে কত নম্বরে রয়েছে আমাদের দেশ। মূলত ২০২২ সালে ব্যাপক মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ফলেই বিশ্বজুড়ে এমন ডামাডোল তৈরি হয়। এই ডামাডোলের সবথেকে বেশি খেসারত দিতে হচ্ছে জিম্বাবুয়েকে।

বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্থ দেশের তালিকায় জিম্বাবুয়ের পর দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার ভেনেজুয়েলা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে লেবানন এবং তারপরেই অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে সুদান। উল্লেখযোগ্য হবে মেসির দেশ আর্জেন্টিনা দুর্দশা গ্রস্থ দেশের তালিকায় রয়েছে ষষ্ঠ স্থানে। এরপর সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থানে যথাক্রমে রয়েছে ইয়েমেন, ইউক্রেন, কিউবা এবং তুর্কি।

দুর্দশা গ্রস্থ দেশের তালিকায় ১১ নম্বর স্থানে রয়েছে ভারতের প্রতিবেশীদের শ্রীলঙ্কা। ১৫৭ টি দেশের তালিকায় ভারতের নাম থাকলেও তা রয়েছে অনেক নিচের দিকে। এই তালিকায় ভারতের নাম রয়েছে ১০৩ নম্বরে। আবার এই তালিকায় সবার শেষে নাম অর্থাৎ খুব ভালো জায়গায় রয়েছে সুইৎজারল্যান্ড। শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েত। এর পাশাপাশি এই তালিকায় শেষের দিকে অন্যান্য যে সকল দেশ রয়েছে সেগুলি হল জাপান, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, থাইল্যান্ড।