Bank Close Days: সেপ্টেম্বর মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, তালিকা দিল RBI

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ প্রতিমাসে অন্যান্য সরকারি কর্মচারীদের মতই ব্যাঙ্ক কর্মচারীরা ছুটি পেয়ে থাকেন। যে দিনগুলিতে ব্যাঙ্ক কর্মচারীদের ছুটি থাকে ওই দিনগুলিকে ব্যাঙ্ক বন্ধ (Bank Close Days) থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্রতি মাসেই এই ছুটির তালিকা প্রকাশ করে থাকে, যাতে করে গ্রাহকদের কোন অসুবিধা না হয়। অন্যান্য মাসের মত সেপ্টেম্বর মাসেও ব্যাঙ্ক কর্মচারীরা বেশ কিছু ছুটি পাবেন অন্যান্য সরকারি কর্মচারীদের মতই। সেই মতো চলুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে কোন কোন দিন কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Advertisements

ব্যাঙ্ক কর্মচারীরা মূলত ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য ছুটি পেয়ে থাকেন। সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন রাজ্যে থাকা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানের কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটির তালিকা প্রকাশ করেছে। এই ছুটির মধ্যেই আবার রয়েছে রবিবার ও দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটি।

Advertisements

সেপ্টেম্বর মাসে পাঁচটি রবিবার পড়েছে। যে কারণেই ব্যাঙ্ক কর্মচারীরা অন্যান্য সরকারি কর্মচারীদের মতই ৫ দিন সাধারণ ছুটি পাবেন। যে পাঁচ দিন রবিবারের কারণে ছুটি থাকছে সেই দিনগুলি হল ১, ৮, ১৫, ২২ ও ২৯ সেপ্টেম্বর। অন্যদিকে দ্বিতীয় ও চতুর্থ শনিবারের জন্য রয়েছে দুটি ছুটি। যে দুটি ছুটি পাওয়া যাবে ১৪ এবং ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের জন্য সেপ্টেম্বর মাসে মোট সাত দিন ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মচারীরা।

Advertisements

এবার যদি অন্যান্য ছুটির দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে, ৪ সেপ্টেম্বর গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে শ্রীমন্ত শংকর দেবার তিরুভাব তিথি উপলক্ষে।

৭ সেপ্টেম্বর গনেশ চতুর্থী সহ আরও বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠানের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে আমেদাবাদ, বেলাপুর, ব্যাঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, নাগপুর, পানাজিতে।

১৪ সেপ্টেম্বর কর্ম পূজা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে কোচি, রাঁচি ও ত্রিবন্তপুরমে। যদিও ওই দিনটি পড়েছে দ্বিতীয় শনিবার। সুতরাং ওই দিনটিতে দেশের সমস্ত জায়গাতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৬ সেপ্টেম্বর মিলাদ-উন-নবী উপলক্ষে আমেদাবাদ, আয়জল, বেলাপুর, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনৌ, মুম্বাই, নাগপুর, দিল্লি, রাঁচি, শ্রীনগর ও ত্রিবন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ সেপ্টেম্বর মিলাদ-উন-নবী ও ইন্দ্র যাত্রা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে গ্যাংটক এবং রায়পুরে।

আরও পড়ুন : Use Safety Harness: বাইক চালানোর সময় বিশেষ কিছু নিয়ম অমান্য করলে দিতে হবে জরিমানা

১৮ সেপ্টেম্বর পং-লাবাসল উপলক্ষে গ্যাংটক ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২০ সেপ্টেম্বর ইদ-ই-মিলাদ-উল-নবী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে জম্মু ও শ্রীনগরে।

২১ সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে কোচি ও ত্রিবন্তপুরমে।

২৩ সেপ্টেম্বর মহারাজ হরি সিং জির জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে জম্মু ও শ্রীনগরে।

এক্ষেত্রে বলে রাখা দরকার পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মীরা সেপ্টেম্বর মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং পাঁচটি রবিবার বাদে কোন বাড়তি ছুটির সুযোগ পাচ্ছেন না।

Advertisements