নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। এই বিপুলসংখ্যক যাত্রীকে নিজেদের গন্তব্যে পৌঁছে দিতে রেল প্রতিদিন প্রায় আট হাজারের কাছাকাছি রেল স্টেশন থেকে ১২ হাজার যাত্রীবাহী ট্রেন চালায়। এছাড়াও প্রতিনিয়ত যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
যাত্রীদের পরিষেবা আরও উন্নত করা, ট্রেনে যাত্রা করার সময় অথবা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষারত অবস্থায় যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য নতুন নতুন ট্রেন চালু করার পাশাপাশি রেলের তরফ থেকে স্টেশনগুলিকেও সাজিয়ে তোলা হচ্ছে। স্টেশন সাজিয়ে তোলার পাশাপাশি বিভিন্ন রেল স্টেশনে এমন সব পরিষেবা প্রদান করা হচ্ছে যা মানুষের আপদে-বিপদে বিভিন্ন সময় কাজে লাগবে।
রেলের তরফ থেকে এই সকল সুবিধা প্রদানের জন্য অমৃত স্টেশন প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্টেশনকে উন্নত মানের করে তোলার কাজ চালানো হচ্ছে। এর পাশাপাশি যাত্রীদের আরও প্রয়োজনীয় সুবিধা দিতে ২০ টাকা থেকে শুরু করে খাবার দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আর এবার ওষুধের দোকান (Pradhan Mantri Jan Bhartiya Janaushadhi Kendra) স্টেশনেই যাতে পাওয়া যায় এবং যাত্রীদের প্রয়োজনে যাতে ওষুধ কিনতে পারা যায় তার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে দেশের ৫০টি রেল স্টেশনে এমন ওষুধের দোকান খোলা হবে বলে জানা গিয়েছে রেলের তরফ থেকে।
যে সকল রেলস্টেশনে এমন ওষুধের দোকান খোলা হবে সেই সকল রেল স্টেশনের নামের তালিকা ইতিমধ্যেই সামনে এসেছে। এই সকল স্টেশনগুলির মধ্যে বেশ কিছু স্টেশন রয়েছে পশ্চিমবঙ্গে। স্টেশনগুলি হল তিরুপতি, নিউ তিনসুকিয়া, লুমডিং, রঙ্গিয়া, দ্বারভাঙা, পটনা, কাটিয়ার, জঙ্গির-নইলা, আনন্দ বিহার, অঙ্কলেশ্বর, মহেসানা জংশন, সিনি জংশন, শ্রীনগর, এসএমভিটি বেঙ্গালুরু, বাঙ্গারপেট, মাইসোর, হুবলি জংশন, পালাক্কড, পেন্দ্রা রোড, রাতলম, মদন মহল, বিনা, লোকমান্য় তিলক টার্মিনাস, মানমদ, পিম্পরি, সোলাপুর, নইনপুর, নাগভির, মালাদ, খুরদা রোড, ফাগওয়াড়া, রাজপুরা, সেওয়াই মাধোপুর, ভগৎ কি কোঠি।
এছাড়াও রয়েছে তিরুচিরাপল্লী জংশন, ইরোড, দিন্দিগুল জংশন, সেকন্দ্রাবাদ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বীরঙ্গনা লক্ষ্মীবাই, লখনউ জংশন, গোরক্ষপুর জংশন, বারাণসী, আগ্রা ক্যান্টনমেন্ট, মথুরা, যোগনগরী ঋষিকেশ, কাশীপুর, মালদা টাউন ও খড়্গপুরের মত বিভিন্ন রেল স্টেশনের নাম।