পশ্চিমবঙ্গে যেসব স্টেশনে হবে রিজার্ভেশন টিকিট, তালিকা প্রকাশ করলো পূর্ব রেল

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের তরফ থেকে লকডাউন চলাকালীন দীর্ঘদিন যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখার পর অবশেষে মে মাস থেকে চালু করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেন। এরপর ১৫ ই মে থেকে চালু হয় আরও ১৫ জোড়া স্পেশাল ট্রেন। তার আগামী ১লা জুন থেকে শুরু হতে চলেছে আরও ১০০ জোড়া স্পেশাল ট্রেন। এই সকল ট্রেনের টিকিট প্রথমে কেবলমাত্র অনলাইনে করা যাবে জানালেও পরে ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে সিদ্ধান্ত বদল করে। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয় দেশের বেশকিছু টিকিট কাউন্টার খোলা হচ্ছে রিজার্ভেশন টিকিট বুক করার জন্য।

স্টেশনে টিকিট কাউন্টার খোলার ঘোষণার পরই নির্দিষ্ট স্টেশনগুলিতে টিকিট রিজার্ভেশনের কাজ শুরু হয়ে যায়। পাশাপাশি আইআরসিটিসির এজেন্ট দ্বারাও টিকিট বুক করা শুরু হয়। ভারতীয় রেলের ঘোষণা মত পূর্ব রেল বেশ কয়েকটি টিকিট কাউন্টার খোলার সিদ্ধান্ত নেয় এবং সেই টিকিট কাউন্টারগুলিতে ইতিমধ্যেই টিকিট রিজার্ভেশন শুরু হয়ে গেছে।

বর্তমান করোনা আবহে টিকিট কাউন্টার খুললেও কেন্দ্র সরকার ও রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয় সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে টিকিট রিজার্ভেশনের কাজ করতে হবে। এজন্য যাত্রীদের স্টেশনে টিকিট রিজার্ভেশন করার সময় মেনে চলতে হবে সামাজিক দূরত্ব, পাশাপাশি মাস্ক পড়ে থাকা বাধ্যতামূলক। যাত্রীদের পাশাপাশি রেলের তরফ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুরো বন্দোবস্ত করা হয়। যেসকল টিকিট কাউন্টার ইতিমধ্যে খোলা হয়েছে সেই সকল টিকিট কাউন্টারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মার্কিং করে দেওয়া হয়েছে।

তবে রিজার্ভেশন টিকিট করার জন্য কোন কোন স্টেশনের টিকিট কাউন্টার খোলা হল তা সম্পর্কে অনেকের মধ্যেই ছিল অন্ধকার। সেই অন্ধকার দূর করতে শনিবার পূর্ব রেলের তরফ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়। যে তালিকা থেকে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে কোন কোন স্টেশনে টিকিট কাউন্টার খোলা হয়েছে রিজার্ভেশন টিকিট করার জন্য।

পূর্ব রেলের তরফ থেকে ঘোষণা করা টিকিট কাউন্টারের তালিকা

১) মালদা ডিভিশনে মালদা টাউন, সাহেবগঞ্জ, ভাগলপুর, জামালপুর, নিউ ফারাক্কা রেল স্টেশনে টিকিট কাউন্টার খোলা হয়েছে রিজার্ভেশন টিকিট বুক করার জন্য।

২) আসানসোল ডিভিশনে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর, জেসিডি, বৈদ্যনাথ ধাম রেলস্টেশনের টিকিট কাউন্টারে রিজার্ভেশন টিকিট বুক করার কাজ শুরু হয়েছে।

৩) শিয়ালদা ডিভিশনে শিয়ালদা, কলকাতা, বিধান নগর, দমদমে টিকিট কাউন্টার খুলেছে রিজার্ভেশন টিকিট করার জন্য।

৪) হাওড়া ডিভিশনে হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট ও পাকুর স্টেশন এর টিকিট কাউন্টার খুলেছে রিজার্ভেশন টিকিট করার জন্য।