নিজস্ব প্রতিবেদন : আজ ২৬ জুলাই। এই দিনটি বিজয় দিবস হিসাবে গত ২২ বছর ধরে পালিত হয়ে আসছে। কারণ ১৯৯৯ সালের এই দিনেই কারগিলে ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতের জয় হয়েছিল। এই যুদ্ধে দেশকে বাঁচাতে অজস্র ভারতীয় বীরযোদ্ধাদের শহীদ হতে হয়েছিল। আর সেই সকল শহীদ হওয়া এবং যুদ্ধে বীরের মতো লড়াই করা যোদ্ধাদের সম্মান জানাতে একাধিক সিনেমা তৈরি করা হয়েছে বলিউডে।
১) এলওসি কার্গিল : অপারেশন বিজয় অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমার প্রেক্ষাপট। এই সিনেমাটি হলো অনস্ক্রিনে বিশ্বের দীর্ঘতম ছবি। সিনেমাটির মোট স্ক্রিনপ্লে হল ৪ ঘন্টা ১৫ মিনিট। সিনেমায় তুলে ধরা হয়েছে কারগিলে ভারতীয় সেনাদের বীরগাঁথা। জেপি দত্ত পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আইয়ুব খান, সুনীল শেট্টি, সইফ আলি খান, অভিষেক বচ্চন সহ একাধিক জনপ্রিয় অভিনেতারা।
২) লক্ষ্য : ফারহান আখতার পরিচালিত এই সিনেমায় তুলে ধরা হয়েছে এক নির্লিপ্ত ছেলের সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর বদলে যাওয়া। সীমানা পার করে ভারত ভূখণ্ডে ঢুকে পড়া পাক সেনাদের উপর আক্রমণ এবং একের পর এক পর্বতচূড়া দখল করা। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক রোশন।
৩) ধুপ : ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় শহীদ হওয়া ক্যাপ্টেন অনুজ নাইয়ারের পরিবার থেকে অনুপ্রাণিত হয়েছিল এই পারিবারিক নাটকটি। অভিনয় করেছেন সঞ্জয় সুরি, ওম পুরী, রেভান্থা, গুল পানাগ সহ অন্যান্যরা।
৪) স্টাম্পড : এই সিনেমাটি তৈরি হয়েছে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং বিশ্বকাপ ক্রিকেট, এই দুইয়ের সমান্তরাল প্রেক্ষাপটে। এই ছবিতে অভিনয় করেছেন রবীনা ট্যান্ডন। যিনি একজন যুদ্ধের ময়দানে নিখোঁজ সেনা কর্তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।
৫) মৌসম : পঙ্কজ কাপুর পরিচালিত এই সিনেমাটি প্রেমের কাহিনী নিয়ে তৈরি হলেও পটভূমি সেই কারগিল যুদ্ধ। অভিনয় করেছেন শহীদ কাপুর এবং সোনম কাপুর।
৬) ট্যাঙ্গো চার্লি : মণিশংকর পরিচালিত এই ছবিটি বিভিন্ন যুদ্ধের কাহিনী তুলে ধরলেও এর শেষ অংশে রয়েছে কারগিল যুদ্ধের কাহিনী। ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন এবং ববি দেওল।
৭) শেরশাহ : সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি অভিনীত এই সিনেমাটি তৈরি হয়েছে ভারতীয় সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে। বিষ্ণু বর্ধন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ই আগস্ট। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবিটি।