Unhappiest Countries: সুখের নামমাত্র নেই! তালিকায় সবচেয়ে খারাপ অবস্থা আফগানিস্তানের, ভারতের স্থান কত নম্বরে

Prosun Kanti Das

Published on:

Advertisements

List of the world’s unhappiest countries: মানুষ এক জীবনে আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য সবই পেতে চায় কিন্তু সবসময় তা হয়না। কিন্তু ইচ্ছা করে কেউ দুঃখি হতে চায় না। সবথেকে গুরত্বপূর্ণ বিষয় হলো দুঃখ বা অসুখ কারো জীবনে বলে কয়ে আসেনা। মানুষ হোক বা দেশ সুখ-দুঃখ মিলিয়ে বেঁচে থাকতে হয়। বিশ্বের সুখী দেশগুলির তালিকায় অবশ্যই থাকে প্রথম বিশ্বের দেশগুলি। প্রথম বিশ্বের দেশগুলোতে অন্তত অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য রয়েছে। যদিও সমীক্ষায় কি বলছে? বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান লাভ করেছিল ভারতের প্রতিবেশী দেশ ভুটান। ভুটানের নাগরিকরা কিন্তু ১০০ সুখী। তাদের জীবনে কিন্তু দুঃখ নেই বললেই চলে। সমীক্ষা সেরকমই অন্তত বলছে। আজকে অবশ্য আমরা অসুখী দেশের আলোচনা করা নেব (Most Unhappy Countries)।

Advertisements

এই দেশগুলির কথা আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে। জানতে চান কোন দেশগুলি বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকায় নিজেদের নাম তুলেছে। সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স একটি তালিকা প্রকাশ করেছে যাতে রয়েছে বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলির নাম (Unhappiest Countries)।

Advertisements

তালিকায় বিশ্বের সবচেয়ে অসুখী দেশ (Unhappiest Countries) হিসেবে প্রথম নম্বরে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। এখানে বেকারত্ব এবং আর্থিক সমস্যার কারণে মানুষ সবচেয়ে বেশি অসুখী। আবার লেবানন দেশটি দেখতে খুবই সুন্দর। তবে এখানকার মানুষও নানা কারণে অসুখী। বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকয় দুই নম্বরে রয়েছে লেবানন। তৃতীয় স্থানে রয়েছে সিয়েরা লিওন।

Advertisements

তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছে জিম্বাবোয়ে। দেশটি কিন্তু নাচ-গান এবং পার্টি করার জন্য বিশ্বে খুবই বিখ্যাত, কিন্তু সেখানেও মানুষ দারুণ অসুখী (Unhappiest Countries)। এটি চার নম্বরের অসুখী দেশ। ভারত কিন্তু এই তালিকা থেকে বাদ যায়নি। ভারত রয়েছে ১২ নম্বরে। বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলির মধ্যে ভারত কিন্তু প্রথম সারিতেই রযেছে। এদেশের মানুষ নানা কারণে অসন্তুষ্ট।

জানলে অবাক না হয়ে পারবেন না যে পাকিস্তান কিন্তু তুলনামূলকভাবে সুখী। কারণ, অসুখী দেশের তালিকায় পাকিস্তানের স্থান অনেক পিছনে। ঘটনাটি একেবারেই সত্যি, অসুখী দেশগুলির মধ্যে পাকিস্তানের অবস্থান ৩০তম (Unhappiest Countries)। মানে এত আর্থিক অনটন, অভাব, অভিযোগের পরেও ভারতের থেকে পাকিস্থান সুখী দেশ। কিভাবে সম্ভব এটি? এই তথ্য শুনে আপনি বিশ্বাস করবেন কিনা আপনার ব্যক্তিগত ব্যাপার।

Advertisements