প্রকাশিত হলো বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের নাম, তালিকায় ভারতের দুই শহর

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি বিশ্বের নিরাপদ শহর নিয়ে সমীক্ষা চালিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। যে তালিকায় স্থান পেয়েছে ভারতের দুটি মহানগরী। প্রকাশিত তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন।

Advertisements

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে বেশ কয়েকটি দিকের উপর নজর রেখে। যেগুলির মধ্যে রয়েছে ডিজিটাল পরিষেবা, স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিবেশগত দিক সহ আরও একাধিক পরিষেবার দিক। আর এই সকল পরিষেবার দিক দিয়ে বিচার করে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। গত বছর এই তালিকায় প্রথম স্থানে ছিল সিঙ্গাপুর। তবে তারা এবার তৃতীয় স্থানে নেমে এসেছে, পাশাপাশি দ্বিতীয় স্থান অধিকার করেছে কানাডার টরেন্টো।

Advertisements

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট-এর প্রকাশিত ৬০টি শহরের তালিকায় ভারতের যে দুটি মহানগরী স্থান পেয়েছে তা হলো নতুন দিল্লি এবং মুম্বই। এই তালিকায় ৪১ তম স্থানে রয়েছে নতুন দিল্লি এবং ৫০ তম স্থানে রয়েছে বাণিজ্য নগরী মুম্বাই। স্কোর অনুযায়ী নতুন দিল্লি পেয়েছে একশোর মধ্যে ৫৪.৪ এবং মুম্বাই পেয়েছে একশোর মধ্যে ৪৮.২।

Advertisements

অন্যদিকে উল্লেখযোগ্যভাবে এই তালিকায় স্থান পেয়েছে দক্ষিণ এশিয়ার আরও দুটি। সেই দুটি শহর হল বাংলাদেশের ঢাকা এবং পাকিস্তানের করাচি। তবে তাদের স্থান ভারতের মুম্বাইয়ের নিচে। এই তালিকায় প্রথম দশে থাকা শহরগুলি হল যথাক্রমে কোপেনহেগেন, টরন্টো, সিঙ্গাপুর, সিডনি, টোকিও, অ্যামস্টারডাম, ওয়েলিংটন, হংকং, মেলবোর্ন এবং স্টকহোম।

Advertisements