শর্মিষ্ঠা চ্যাটার্জী : বাদাম গানে স্যান্ডি সাহা, হিরো আলম, রানু মণ্ডল, কেউ বা কোমর দুলিয়েছে আবার কেউ গলা মিলিয়েছে। এত জনপ্রিয় হয়ে উঠেছে এই বাদাম গান যে মানুষের মুখে মুখে ঘুরছে এখন এই একটাই গান। আর এই গানের স্রষ্টা ভুবন বাদ্যকর তাঁর কথা আর কার অজানা।
তাঁকে ঘিরেও তো বহু গল্প শুনেছি আমরা। শেষ পর্যন্ত নিজের প্রাপ্য সাম্মানিকের দাবিতে তাঁকে পুলিশের দ্বারস্থ হতেও হয়েছিল। কিন্তু আদৌ কোনো ফল মিলেছে নাকি সে খোঁজ আমরা কেউই রাখিনা।
বাংলাদেশের ইউটিউবার মাহসান স্বপ্ন, তৌহিদা অনয় একের পর এক সোশ্যাল মিডিয়ার স্টাররা হাজির হয়েছিলেন ভুবন বাদ্যকরের বাড়িতে। এবার সেই বাংলাদেশেরই এক খুদে শিল্পীর এই বাদাম গান নিয়ে এক অন্যমাত্রার অভিনয় দর্শকদের সামনে এসেছে। জানতে ইচ্ছে করছে তো কে সেই শিশু শিল্পী?
আপনাদের সবার চেনা বিমু খন্দকার যে ইতিমধ্যেই ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় তার অভিনীত নানা নাটকের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছে।
সবার পরিচিত খুদে বিমু অন্যরকম ভাবে দর্শকদের সামনে বাদাম গানটিকে তুলে ধরেছে। এতদিন তো গানের সাথে নাচ আর গান দেখেই অভ্যস্ত দর্শক কিন্তু বিমু একটি অভিনয়ের সাথে সাথে গানের মাধ্যমে তুলে ধরেছে বাদাম গানটিকে। গানের ভাষার মধ্যে নিজের সংযোজন করে গানের সাথে সাথে অভিনয়ও যুক্ত করেছে।
ভিডিওটিতে দেখা গিয়েছে আরও একজন খুদে বাচ্চা তার সাথে রয়েছে যেখানে বাচ্চাটি তার ভাইয়ের ভূমিকায় রয়েছে। দু’ভাই বোন মিলে বাদাম বিক্রি করছে আরও দৃশ্যে দেখা যাচ্ছে তাদের থেকে অনেকেই বাদাম কিনতে এসে গানের তালে তালে কোমর দোলাচ্ছেন। কিন্তু হঠাৎই দৃশ্যের শেষ অংশে একটি অন্যরকম অংশ ঢুকিয়ে দর্শকদের আবেগপ্রবণ করে দিয়েছে সে।
যেখানে একজন মহিলা তার থেকে টাকা ধারের সাথে সুদের টাকাও নিয়েছেন সেই সঙ্গে তার বাবাকে খারাপ ভাষায় গালিগালাজ করেছেন। যা শুনে বিমুর উত্তর ছিল সমস্ত কিছুর বিচার আল্লাহ করবেন। শেষে যদিও ওই মহিলা তার ভুল বুঝতে পেরেছিলেন। এভাবেই বাদাম গানকে এক অন্যমাত্রা দিয়েছে ওইটুকু শিল্পী বিমু।
ভিডিওর শেষে কিন্তু খুদে শিল্পী ভুবন বাদ্যকরের নাম নিতে মোটেই ভোলেননি। সে শিল্পের স্রষ্টাকে তাঁর কাজের যথাযথ ক্রেডিট দিয়েছে। এমনকি নাটকটিকে ভুবন বাদ্যকরের নামেই উৎস্বর্গ করেছে সে। ওইটুকু শিল্পীর এমন দারুন অভিনয়ের সাথে এমন মহান মানসিকতা সত্যিই সবার মন কেড়েছে।