নিজস্ব প্রতিবেদন : ৬ ফেব্রুয়ারি অর্থাৎ গত রবিবার সাতসকালে আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন কোকিল কন্ঠি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়স হলেও তার কণ্ঠে ছিল যাদু। সেই যাদু দেশের মানুষের কাছে ভোলা অসম্ভব। লতাজির প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় তার একটি গান এক খুদের আধো-আধো গলায় ভাইরাল হয়েছে। ভিডিওটি পুরাতন হলেও নতুন করে তা ভাইরাল হতে লক্ষ্য করা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একরত্তি খুদে, যে এখনো পর্যন্ত হয়তো ঠিকঠাক হাঁটাচলা অথবা কথা বলতে পারে না সে লতা মঙ্গেশকরের কালজয়ী একটি গান গাইছেন। আধো-আধো গলায় সেই গান স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।
ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই খুদে লতা মঙ্গেশকরের কালজয়ী গান ‘Lag Ja Gale’ গানটি গেয়েছেন। সেই গান গেয়ে তিনি রীতিমতো দর্শকদের চমকে দিয়েছেন। খুব অল্পসময়ের মাত্র ১৮ সেকেন্ডের এই ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটি আপলোড করা হয়েছিল গত বছর ডিসেম্বর মাসের ১০ তারিখ।
লতা মঙ্গেশকরের প্রয়াণে যখন শোকোস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ এবং সঙ্গীত জগত, সেই সময় এই খুদের কন্ঠে গাওয়া এমন গান ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে লতা অনুরাগীদের মন জয় করে নিয়েছে। ভিডিওর কমেন্ট সেকশনে সেই সকল অনুরাগীরা ওই খুদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
Lata Mangeshkar Khude singing pic.twitter.com/8KSaIAEWcY
— Viral Story (@ViralStory1) December 10, 2021
লতা মঙ্গেশকর সঙ্গীত জগতে অপরিপূরক। তাকে অনুসরণ করে বহু শিল্পীরা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তবে এমন একজন কিংবদন্তির জীবন ছিল একেবারে সহজ সরল। যে কারণে তার প্রয়াণ আরও ব্যথিত করছে দেশের মানুষকে।