দুর্দান্ত এক্সপ্রেশন, কাঁচা বাদাম গানের অসাধারণ নাচ খুদে মেয়ের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এবং তার কাঁচা বাদাম গান এখন আট থেকে আশি সবার মুখে মুখে। এই গানে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষের পাশাপাশি এই গানে কোমর দোলাচ্ছে টলি বলি হলি তারকারা, এমনকি ক্রীড়াজগতের সেলিব্রিটিরাও।

Advertisements

ইতিমধ্যেই বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে। বাংলাদেশ, তানজানিয়া, উত্তর কোরিয়া, ইউরোপ, আমেরিকার পাশাপাশি এবার এই গানে দুর্দান্ত এক্সপ্রেশনের সঙ্গে নাচতে দেখা গেল নেপালের এক ক্ষুদে মেয়েকে। ওই খুদে মেয়ের নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisements

কাঁচা বাদাম গান এই দুর্দান্ত এক্সপ্রেশনের সঙ্গে নেপালের যে মেয়েটি নাচ করেছেন তার নাম হলো সামিরা থাপা। বয়স মাত্র ৪ বছর হলেও এই মেয়ে যে সকল কাজকর্ম করে দেখাই তাতে তার ফ্যান ফলোয়ার্স সংখ্যা লক্ষাধিক। ছোট্ট সামিরার ইনস্টাগ্রামে বর্তমান ফলোয়ার্স সংখ্যা হল ১ লক্ষ ১৮ হাজারের বেশি। এই সামিরাই এবার কাঁচা বাদাম গানে নাচ করল।

Advertisements

পরনে তার সাদা-হলুদ হটপ্যান্ট, হলুদ রঙের একটি টপ ও মাথায় দারুন সুন্দর একটি হেয়ারব্যান্ড। এই ড্রেসেই সামিরাকে লক্ষ্য করা গিয়েছে কাঁচা বাদাম গানে নাচ করতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ইতিমধ্যেই ভিডিওটি লক্ষাধিক দর্শক দেখে ফেলেছেন।

সামিরা থাপার এই অল্প বয়সেই একাধিক গুণ রয়েছে। সেই সকল গুণের কারণেই তাকে ‘Dance Dewane 3’ মঞ্চে বিচারক-অভিনেত্রী Madhuri Dixit -এর সাথে তাঁকে স্পেশাল গেস্ট হিসাবে দেখতে পাওয়া গিয়েছিল। এর পাশাপাশি এই বয়সেই সামিরা ‘Youngest Star Of Nepal’ খেতাব জিতেছে।

Advertisements