ছড়ি হাতে বয়সে দ্বিগুন দাদাদের ইংরাজি পড়িয়ে ভাইরাল বোলপুরের ছোট্ট শ্রুতি

Shyamali Das

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের পড়ান, এই দৃশ্য সকলেরই চেনা কিন্তু একটি ছোট্ট শিশু হাতে ছড়ি নিয়ে তার থেকে বড় বড় দাদাদের পড়াচ্ছে এরকম ভিডিও বা ছবি মানুষ সেরকম দেখেননি। এরকমই একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে।

Advertisements

বীরভূমের বোলপুরের মির্জাপুরের বিবেকানন্দ আশ্রমে থাকে শ্রুতি দাস। আট মাস বয়স থেকেই এই আশ্রমেই তার বেড়ে ওঠা। মা বাবার মধ্যে পারিবারিক সমস্যার জেরে এই আশ্রমে ঠিকানা হয়েছে এই খুদের। সম্প্রতি এই খুদেই সোশ্যাল মিডিয়াতে ছেঁয়ে রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই শিশুর একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সিঁড়ির উপর দাঁড়িয়ে তার আশ্রমের বড় বড় দাদাদের ইংরেজি পড়াচ্ছে শ্রুতি।

Advertisements

ইংরেজি অ্যালফাবেট থেকে ইংরেজি ছড়া, সবই ঠোঁটের গোড়ায় এই খুদের, আর সেই সবই আশ্রমের বাকিদের পড়াচ্ছে এই ক্ষুদে। এভাবেই আশ্রমের ছাত্রছাত্রীদের পড়াশোনা চলে।

Advertisements

আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন যে, যখন এর আগে শিক্ষক শিক্ষিকারা বাকি ছাত্রছাত্রীদের পড়াতেন তখন সেই পড়াশোনার ধরনটা হা করে দেখতে ছোট্ট শ্রুতি। ছোটোবেলায় শিক্ষক শিক্ষিকাদের কোলে চড়ে সেই পাঠদান দেখতো ছোট্ট শ্রুতি।

ছোট্ট শিশুকে এভাবে আশ্রমের বাকিদের পড়াতে দেখে মুগ্ধ হয়ে যান বাকি শিক্ষক শিক্ষিকারা। তারা বলেন যে, শ্রুতির পোড়ানো দেখে তারা তাকে মন খুলে আশীর্বাদ দেন যেন সে বড় হয়ে একজন আদর্শ শিক্ষিকা হয়ে উঠতে পারে। ছোটবেলা থেকেই যে শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়েই যে বড় হচ্ছে শ্রুতি তা তার পড়ানোর প্রতি ভালোবাসা দেখেই ফুটে ওঠে।

Advertisements