নিজস্ব প্রতিবেদন : বাংলার নামকে দেশের সামনে উজ্জ্বল করেছিলেন ২০১৯ সালে সর্বভারতীয় টেলিভিশন প্রতিযোগিতায়। বর্ধমানের ৯ বছরের খুদে গায়িকা প্রীতি ভট্টাচার্য সুপারস্টার সিঙ্গার প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে বিজয়ী হয়েছিলেন। তার গলায় যে স্বয়ং সরস্বতী বিরাজ করছে তা মেনে নিয়েছিলেন ওই অনুষ্ঠানের বিচারকরা। প্রীতি যখনই স্টেজে নিজের পারফরম্যান্স দেখাতে উঠেছেন তখনই বিচারকরা তাকে বাহবা দিতে বাধ্য হয়েছেন। আর এই খুদের একের পর এক গান বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
দিন কয়েক আগেই তাঁর গাওয়া একটি গান ‘তুমসে মিলনে কো দিল কারতা হে’ নতুন করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ঠিক একইভাবে তার ‘কভি খুশি কভি গম’ সিনেমার ‘বোলে চুরিয়া’ ফের একবার সোশ্যাল মিডিয়া তোলপাড় করে তুললো। গানটি গত বছরই ওই প্রতিযোগিতার স্টেজে গাওয়া হয়েছিল। যদিও সেটি বর্তমানে আবার সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের এই রিয়েলিটি শোতে বর্ধমানের এই মেয়ে প্রীতির গান শুনে যেমন মুগ্ধ হয়েছেন বিচারকরা ঠিক তেমনই মুগ্ধ দেশের কোটি কোটি মানুষ। প্রীতির পারফরম্যান্স যেমন চোখ ধাঁধিয়ে যায় বিচারকদের ঠিক তেমনই চোখ ধাঁধায় আমজনতার। সকলেই এখন এই প্রীতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রীতির ‘বোলে চুরিয়া’ এবং ‘তুমসে মিলনে কো দিল কারতা হে’ গান দুটি ভাইরাল হলেও যে সকল মানুষ ২০১৯ সালের দেশের বিভিন্ন কোণ থেকে আসা খুদেদের নিয়ে ওই রিয়েলিটি শো সুপারস্টার সিঙ্গার দেখেছেন তারা জানেন কতটা দক্ষতা এবং মিষ্ঠতার সাথে এই প্রীতি যেকোনো ধরনের গান স্টেজে তুলে ধরতে পারেন।