নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে লাগামছাড়া ভাবে বৃদ্ধি পাচ্ছে মূল্যবৃদ্ধি। প্রতিদিন বাড়ছে পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানির দাম। আর এই সকল জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এরইমধ্যে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়ালো।
লাগামছাড়া এই মূল্যবৃদ্ধিতে রাশ টানতেই এমন রেপো রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। কারণ এই রেপো রেট বৃদ্ধি পেলে মানুষের হাতে টাকা কম হতে শুরু করবে। তবে এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়তে চলেছে ঋণগ্রহীতাদের। কারণ তাদের লোনের সুদ এবং EMI বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে ৫০ বেসিস পয়েন্ট ক্যাশ রিজার্ভ রেশিয়ো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই জোড়া সিদ্ধান্তের প্রভাব আমজনতা, বিশেষ করে ঋণগ্রহীতাদের ওপর পড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে লোন দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাঙ্ক তাকেই বলা হয় রেপো রেট। এই রেপো রেট বৃদ্ধি করার ফলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে এবার কেন্দ্রীয় ব্যাঙ্ককর বেশি সুদ দিতে হবে। এর ফলে ঋণগ্রহীতাদের লোনের সুদ বাড়ানো হতে পারে, আর এই লোনের সুদ বৃদ্ধি পেলে বাড়তে পারে ইএমআই খরচ।
বিশেষজ্ঞরা মনে করছেন, গাড়ি, বাড়ির ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পেতে পারে। যদিও ব্যক্তিগত লোন অর্থাৎ পার্সোনাল লোন এর ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। একইভাবে সিআরআর বৃদ্ধি পাওয়ার ফলে আমজনতার ওপর সুদের বোঝা বৃদ্ধি পেতে পারে। মোট আমানতের যে অংশ কেন্দ্রীয় ব্যাঙ্কে জমা রাখতে হয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে, তাকে বলা হয় সিআরআর। এই সিআরআর বৃদ্ধি করার ফলে আরও বেশি টাকা জমা রাখতে হবে ব্যাঙ্কগুলিকে।