অর্থ সংকটে ভুগছেন শুধুমাত্র করুন একটি আবেদন পত্র পূরণ আর পেয়ে যান স্বল্প সুদে সরকারি ঋণ যদিও তার জন্য বাড়িতে থাকতে হবে পশুপালন গবাদি পশুপালন করুন অথবা হাঁস মুরগি পশুপালন এই একটি আবেদন পত্র পূরণ করলেই সরকারি সহযোগিতা পাওয়ার রাস্তা খুলে যাবে আপনার জন্য পশু পালনের মাধ্যমে হতে পারবেন অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে যাবে।
এবার পশু পালনের মাধ্যমে হতে পারেন স্বনির্ভর। পশ্চিমবঙ্গ সরকার আপনাকে সেই সুযোগ দিচ্ছে। একটি পুরনো প্রকল্প। তবে সেই প্রকল্পের সুবিধা আরও অনেকে পাবেন। বিশেষ করে যারা গবাদি পশু প্রতিপালন করেন, অথবা হাঁস মুরগির চাষ করেন, তাদের জন্য এবার সেই সুযোগের দরজা খুলে দিচ্ছে সরকার। এই আবেদন পত্র পূরণের মাধ্যমে স্বল্প সুদে পেতে পারেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋন। ইতিমধ্যেই আবেদনপত্র গ্রহণের কাজও শুরু হয়ে গিয়েছে।
প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। যারা গবাদি পশু পালন করেন অথবা হাঁস মুরগি চাষ করেন, তারা সরকারের কাছে তো লোন পাবেনই। পাশাপাশি পাবেন কিষান ক্রেডিট কার্ডও। ব্লক স্তরের প্রাণিসম্পদ বিকাশ দফতরে পাওয়া যাবে এর আবেদন পত্র। এই কার্ডের মাধ্যমে স্বল্প সুদে পাবেন ঋণ নেওয়ার সুযোগ। ৫ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন আবেদনকারীরা।
প্রাণীসম্পদ বিকাশ দফতর সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত সাধারণ মানুষ বাড়িতে গোরু মহিষ পালন করছেন, তাঁরা এই ক্রেডিট কার্ড করাতে পারবেন। তবে সর্বনিম্ন দুইটি গোরু বা মহিষ বাড়িতে থাকতে হবে। সর্বনিম্ন ঋণের পরিমাণ প্রায় ২৩ হাজার টাকা। যদি কেউ বাড়িতে ছাগল বা শুকর পালন করেন। সে ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচটি ছাগল বা শূকর থাকতে হবে, সর্বোচ্চ রাখা যাবে ৪০টি।