বদল আসছে লোকাল ট্রেনের গতিতে, শিয়ালদা শাখার যাত্রীদের সুখবর দিল রেল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : শিয়ালদা শাখায় ট্রেনের গতি বৃদ্ধি করার জন্য শুরু হয়ে গিয়েছে ট্রায়াল রান। রেলের তরফ থেকে দেওয়া এই খবর এই শাখার বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীদের জন্য সবচেয়ে বড় সুখবর। দেশের অন্যতম ব্যস্ত এই রুটগুলিতে ট্রেনের গতিবেগ বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই কমবে সময়।

শিয়ালদা শাখায় যে সকল রুট রয়েছে সেই সকল রুটগুলিতে এযাবৎ লোকাল ট্রেনের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। কিন্তু এবার তা বাড়িয়ে করা হচ্ছে ঘন্টায় ১০০ কিলোমিটার। এই গতিবেগ বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই যাত্রীরা অল্প সময়ের মধ্যে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। অনেক লাভ হবে যাত্রীদের।

ট্রেনের গতিবেগ বৃদ্ধি পাওয়ার ফলে সময় কমে যাওয়ায় লাইন ফাঁকা পাওয়া যাবে। লাইন থাকা পাওয়া গেলে চাহিদা মত পরবর্তীতে নতুন ট্রেন চালানো যেতে পারে এবং মালগাড়ি যাতায়াত বৃদ্ধি পাবে। সবদিক বিচার করে যাত্রীদের এবং রেলের সুবিধা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রেলের মুনাফা বাড়বে বলেও আশা করা হচ্ছে।

শিয়ালদা মেন থেকে শুরু করে দক্ষিণ শাখা অর্থাৎ নামখানা, লক্ষীকান্তপুর, ক্যানিং প্রভৃতি শাখায় ট্রেনের গতিবেগ বাড়ানো হবে। শিয়ালদা মেন শাখার মধ্যে রয়েছে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ ইত্যাদি লোকাল ট্রেন। নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত লোকাল ট্রেনের গতিবেগ আগে ছিল ঘন্টায় ৯৫ কিলোমিটার। এখন তাও বেড়ে দাঁড়াবে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

রেল সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই এই লোকাল ট্রেনের গতিবেগ বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। এই ট্রায়াল রান চালানোর সময় কিছু ত্রুটি-বিচ্যুতির খোঁজ মিলেছে। সেই সকল ত্রুটির সমাধান করে খুব তাড়াতাড়ি নতুন গতিবেগে লোকাল ট্রেন ছুটানো হবে শিয়ালদা শাখার বিভিন্ন রুটে।