নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনা সংক্রমণের পর বাড়বাড়ন্ত এরপর গত এপ্রিল মাসের শেষ থেকে রাজ্যে বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন (Local Train) চলাচল। পরে সংক্রমণ কমলে ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্র খুলে দেওয়া হলেও লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু করার পথে হাঁটেনি রাজ্য সরকার।
এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগামী ১৬ নভেম্বর থেকে স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু করার অনুমোদন দেন। এই অনুমোদনের পর গণপরিবহনের মেরুদন্ড লোকাল ট্রেনের চাহিদা আরও কয়েকগুণ বেড়ে যায়। আম-জনতার চাহিদামত ২৯ অক্টোবর রাজ্য সরকার করোনা সংক্রান্ত যে গাইডলাইন প্রকাশ করে তাতে পুনরায় লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেয়।
রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে ৫০% যাত্রী নিয়ে নতুন করে লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয় এবং ৩১ অক্টোবর থেকেই তা চালু করা যেতে পারে বলে নির্দেশিকায় জানানো হয়। রাজ্য সরকারের অনুমতি পেয়ে তড়িঘড়ি রেল দপ্তরে লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী আজ থেকেই রাজ্যে ফের পথ চলা শুরু করলো লোকাল ট্রেন।
লোকাল ট্রেনের সম্পূর্ণ তালিকা
লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ার পর খুশির হাওয়া সাধারণ যাত্রী থেকে হকারদের মধ্যে। ইতিমধ্যেই বহু হকার এই ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে নিজেদের পেশার পরিবর্তন করেছিলেন। তবে পুনরায় লোকাল ট্রেন চালু হওয়ার পর তারা তাদের আগের পেশায় ফিরে আসবেন বলেই জানিয়েছেন।
একইভাবে সাধারণ যাত্রীরা মতামত পোষণ করেছেন, দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পুনরায় এই ট্রেন পরিষেবা চালু হওয়াই স্বস্তি। তবে তারা এটাও আশঙ্কা প্রকাশ করেছেন, যেভাবে করোনা সংক্রমনের গ্রাফ বাড়ছে তাতে পুনরায় এই লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাবে নাতো!