নিজস্ব প্রতিবেদন : অবশেষে দীর্ঘ ৬ মাস পর রাজ্যে পুনরায় চালু হচ্ছে লোকাল ট্রেন (Local Train)। লোকাল ট্রেন চালু হলেও ট্রেনে চড়ার ক্ষেত্রে যাত্রীদের মানতে হবে একাধিক বিধিনিষেধ। তবে আমজনতার দাবি-দাওয়া মত এই গণমাধ্যমের অন্যতম মেরুদন্ড লোকাল ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া সব মহলেই।
শুক্রবার নবান্নের তরফে করোনা বিধিনিষেধ নিয়ে নতুন করে একটি গাইডলাইন প্রকাশ করা হয়। এই গাইডলাইন প্রকাশের সঙ্গেই রাজ্যে পুনরায় লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা নতুন এই গাইডলাইনে জানানো হয়েছে আগামী ১ নভেম্বর অর্থাৎ রবিবার থেকে রাজ্যে লোকাল ট্রেন পুনরায় চলাচল শুরু করবে।
নবান্নের তরফে প্রকাশ করা গাইডলাইনে জানানো হয়েছে ৫০% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল করতে পারবে। এছাড়াও ট্রেনে চড়ার সময় যাত্রীদের মেনে চলতে হবে সমস্ত রকম স্বাস্থ্যবিধি। অন্যদিকে স্বাস্থ্য বিধি মেনে না চললে, বিশেষ করে মাস্ক না পরে ট্রেনে যাত্রীরা চলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রেল। ইতিমধ্যেই এই বিষয়ে জরিমানা করার টার্গেট দেওয়া হয়েছে রেল কর্মীদের।
অন্যদিকে এদিনের এই নির্দেশিকায় আউটডোরে সিনেমা ও সিরিয়ালের শুটিং করার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি সিনেমা হলে দর্শকদের বসার সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশিকা কার্যকরী হবার পর ৭০% দর্শক সিনেমা হলে প্রবেশ করতে পারবেন।
একইভাবে থিয়েটার, মঞ্চ, অডিটোরিয়াম, স্টেডিয়াম, শপিং মল, বাজার, রেস্তরাঁ, স্পা, জিমের ক্ষেত্রেও ৭০ শতাংশ মানুষের প্রবেশের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। তবে এইসব ক্ষেত্র খোলা থাকবে রাত্রি ১১টা পর্যন্ত। রাত্রি ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে নাইট কার্ফু।
অন্যদিকে নাইট কার্ফুর ক্ষেত্রে নভেম্বর মাসে ২ থেকে ৫ তারিখ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে কালীপুজো উপলক্ষে এবং ১০ ও ১১ তারিখ ছাড় দেওয়া হয়েছে ছটপুজো উপলক্ষে।