রাজ্যজুড়ে সোমবার থেকে ‘লকডাউন’, যে সকল জায়গায় যা যা বন্ধ থাকছে

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে, পশ্চিমবঙ্গেও বাড়ছে সংখ্যাটা। আর এরপর রবিবার সকালে কেন্দ্রীয় কেবিনেট সচিবের নেতৃত্বে রাজ্যের মুখ্যসচিবদের বৈঠক হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ আগেই হয়ে গিয়েছিল, কেবলমাত্র বাকি ছিল ঘোষণার। আর বিকেল গড়াতেই সেই ঘোষণা করে দিল নবান্ন। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয় ২৩ শে মার্চ অর্থাৎ সোমবার বিকাল ৫টা থেকে ২৭ শে মার্চ রাত্রি ১২টা পর্যন্ত পশ্চিমবঙ্গের গ্রাম ও শহর এলাকায় বেশকিছু পরিষেবায় নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ রাজ্যজুড়ে গ্রাম ও শহরের ক্ষেত্রে লকডাউনের পথে হাঁটলো নবান্ন। ১৮৯৭ সালের মহামারী রোগ নিয়ন্ত্রণ আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী এই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

লকডাউন বা বিধি-নিষেধ অনুযায়ী গণপরিবহন অর্থাৎ বাস-ট্যাক্সি অটোরিকশা কোন কিছুই চলবে না। কেবলমাত্র জরুরি পরিষেবায় গাড়ি যেমন অ্যাম্বুলেন্স, বিমানবন্দর স্টেশন ইত্যাদি থেকে আসা যাওয়ার গাড়ি চলবে। পাশাপাশি অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনের গাড়ি চলবে। বন্ধ থাকবে সমস্ত রকম কল কারখানা, দোকানপাট। বিদেশ থেকে ফিরে আসা সকল যাত্রীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। সকলকে বাড়ির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে বারণ করা হয়েছে।

এই সকল বিধি-নিষেধ আগামীকাল থেকে চালু হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহারের সদর শহর, আলিপুরদুয়ারের সদর শহর, জলপাইগুড়ি জেলার সদর শহর, কালিম্পং জেলার সদর শহর, দার্জিলিংয়ের দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুরের সমস্ত জায়গা, দক্ষিণ দিনাজপুরের সদর শহর, মালদার সমস্ত জায়গা, মুর্শিদাবাদের সমস্ত জায়গা, নদীয়ার সমস্ত জায়গা, বীরভূমের সব পুরসভা, পশ্চিম বর্ধমানের পুরো জেলা, পূর্ব বর্ধমানের সদর শহর, কালনা, কাটোয়া, পুরুলিয়ার সদর শহর, বাঁকুড়ার সদর শহর, বড়জোড়া, বিষ্ণুপুর, পূর্ব মেদিনীপুর সদর শহর, হলদিয়া, দীঘা, কাঁথি, কোলাঘাট, হাওড়ার সমস্ত জায়গা, হুগলি সদর শহর, চন্দননগর, উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, আরামবাগ, দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার, ক্যানিং, সোনারপুর, বারুইপুর, ভাঙ্গড়, বজ বজ, মহেশতলা, উত্তর ২৪ পরগনার সল্টলেক, নিউটাউন ও অন্যান্য পুরসভা এলাকা, কলকাতার সমস্ত কর্পোরেশন এলাকা।

এই সকল জায়গাগুলি বন্ধ থাকলেও যেসব পরিষেবা পাওয়া যাবে সেগুলি হল থানা, আদালত, সংশোধনাগার, স্বাস্থ্য পরিষেবা, দমকল, বিপর্যয় মোকাবিলা পরিষেবা, টেলিকম, ইন্টারনেট ও তথ্য প্রযুক্তিনির্ভর পরিষেবা, ব্যাঙ্ক, এটিএম, মুদিখানার দোকান, ওষুধের দোকান, শাক সবজির দোকান, প্রিন্ট, ইলেকট্রিক, সোশ্যাল মিডিয়ার পরিষেবা পাওয়া যাবে।

আর এই আইন লাগু থাকাকালীন কোন জায়গায় একসাথে ৭ জনের বেশি মানুষ জটলা করতে পারবেন না। কোন ব্যক্তি এই সকল আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।