আরও একমাস লকডাউন বাড়ানোর পথে রাজ্য, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : করোনার পরিস্থিতি দিনকে দিন জটিল হয়ে যাচ্ছে। দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও করোনা সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘন্টার হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিতের সংখ্যা ১৫,১৭৩। সংক্রমনের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্য সরকার সাবধানী পদক্ষেপও নিচ্ছে করোনাকে নিয়ন্ত্রণে আনার জন্য। এই মুহুর্তে সবদিক বিবেচনা করে লকডাউন ৩১শে জুলাই পর্যন্ত করার কথা ভাবনা চিন্তা করছেন রাজ্য সরকার।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করার জন্য নবান্নে বুধবার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। প্রায় ঘণ্টা তিনেক ধরে এই বৈঠক চলে। এই বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, “লকডাউনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে আজ আলোচনা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে রাজ্যে লকডাউন বৃদ্ধির সিদ্ধান্তই এই মুহূর্তে নিয়েছে রাজ্য সরকার।”

মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে আরও জানান, “৩১শে জুলাই পর্যন্ত লকডাউন বৃদ্ধির প্রস্তাব কেই এই মুহূর্তে বিবেচনা করে দেখছেন রাজ্য সরকার।এই সময় অবধি রাজ্যের সকল স্কুল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান ও বন্ধ থাকবে।”

এদিকে করোনা ভাইরাসের কারণেই উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা এক সময় বন্ধ হয়ে যায়। নানারকম টালবাহানার পর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল জুলাইয়ের ২,৬ ও ৮ তারিখে এই তিনটি পরীক্ষা হবে। এখন লকডাউন যদি ৩১শে জুলাই অবধি রাজ্যে বৃদ্ধি পায় তাহলে উচ্চমাধ্যমিকের স্থগিত থাকা পরীক্ষাগুলির ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে? এই বিষয়ে জিজ্ঞেস করা হলে মুখ্যমন্ত্রী বলেন, “উচ্চমাধ্যমিক পরীক্ষার এই বিষয়টি শিক্ষামন্ত্রী পরে জানাবেন।”

সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল নিয়েও একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে। যার শুনানি আছে আগামী বৃহস্পতিবার। অনুমান করা যাচ্ছে যে, এই মামলার রায়ের ভিত্তিতেই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে সংক্রমিতের হার যেমন বাড়ছে তেমনি সুস্থ হয়ে মানুষ বাড়িও ফিরছেন। রাজ্য সরকারের তরফ থেকে প্রাপ্ত তথ্যানুসারে গত ২৪ ঘন্টায় ৪৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এই অবধি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭০২ জন। এই সুস্থ হওয়ার হিসেব শতাংশ অনুসারে বিচার করলে দাঁড়াচ্ছে ৬৩.৯৪ শতাংশ।