লকডাউনে ডাক বিভাগের অভিনব উদ্যোগ, বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন পেনশনের টাকা

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের পরিস্থিতিতে বন্ধ পরিবহন ব্যবস্থা। পাশাপাশি এই করোনায় সংক্রমণ হওয়ার ঝুঁকি সবথেকে বেশি বয়স্ক মানুষদের। যে কারণে বয়স্ক মানুষেরা এমনিতেই বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন, আবার বেরোনোর উপায়ও নেই। তাহলে যেসব পেনশন হোল্ডাররা রয়েছেন, তারা কি করবেন? অনেকেই ঝুঁকি নিয়ে ছুটে যাচ্ছেন ব্যাঙ্কে ব্যাঙ্কে, আবার অনেকেই অপেক্ষায় রয়েছেন ভালো কিছু খবরের জন্য। তবে এসবের বাইরে এই সকল পেনশন হোল্ডারদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল বীরভূমের ডাক কর্মীরা।

ডাক কর্মীরা পুরাতন নথি ঘেঁটে চিহ্নিত করেছেন কয়েক’শ পেনশন হোল্ডারকে, যারা প্রতিমাসে তাদের পেনশনের পুরো টাকাও তুলে নেন পোস্ট অফিস থেকে। সেই সকল পেনশন হোল্ডারদের বাড়ি বাড়ি গিয়ে পেনশনের টাকা পৌঁছে দিচ্ছেন জেলার ডাক কর্মীরা। সেইমতো ৫ জন কর্মীকে নিয়ে একটি দল তৈরি করা হয়েছে। যে দল বর্তমান পরিস্থিতিতে ওই সকল পেনশন হোল্ডারদের বাড়ি বাড়ি গিয়ে পেনশনের টাকা হাতে তুলে দিয়ে আসছেন।

জেলার প্রধান ডাকঘর সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট ৮৭০ জন ডাকঘর থেকে পেনশন প্রাপক রয়েছেন। যাদের মধ্যে ৮৬ জন রয়েছেন ৭০ বছর বয়সের ঊর্ধ্বে। প্রথম দফায় এই ৭০ জনকে পেনশনের টাকা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন পাঁচ সদস্যের ওই দল। শুক্রবার থেকেই এই কাজ শুরু হয়ে গিয়েছে জেলা জুড়ে। জেলার প্রধান ডাকঘরের সহকারি পোস্টমাস্টার অনন্ত পাল নিজে বাড়ি বাড়ি গিয়ে বেশ কয়েকজন পেনশন হোল্ডারের হাতে পেনশনের টাকা তুলে দিয়ে আসেন।

শুক্রবার পর্যন্ত জেলায় মোট ২৫ জন পেনশন হোল্ডারের বাড়িতে গিয়ে পেনশনের টাকা দেওয়া সম্ভব হয়েছে। যাদের মধ্যে ১৭ জন রয়েছেন রামপুরহাটের, ৬ জন রয়েছেন সিউড়ির, শান্তিনিকেতন ও সাঁইথিয়ার একজন করে দুজনের বাড়িতে পেনশনের টাকা পৌঁছে দেওয়া হয়েছে।