২১ মে পর্যন্ত বাড়তে পারে লকডাউন, প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : মে মাসের ২১ তারিখ পর্যন্ত চলতে পারে লকডাউন। আর সেই কথা চিন্তা করেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক হয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের। এর পরেই সোমবার বিকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এমন ইঙ্গিত দিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ৩ মে’র পর দেশে বাড়তে পারে লকডাউন। অন্ততপক্ষে মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও বাড়তে পারে লকডাউন। তবে এবিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে ২১শে মে পর্যন্ত চলতে পারে লকডাউন। তবে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, আমরা আগামী দুই-তিন দিন অপেক্ষা করবো। তারপর পরশু এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা কেন্দ্রের লকডাউন নিয়ে সমালোচনা করে জানান, রাজ্য সরকার সম্পূর্ণভাবে লকডাউনের পক্ষে। কিন্তু কেন্দ্র একবার বলছে লকডাউন কড়াকড়ি করতে হবে, আবার বলছে দোকান খুলে দিতে হবে। দোকান খুললে তো রাস্তায় ভিড় বাড়বে। লোকজনকে কিভাবে আটকে রাখব। দোকান খুললে লকডাউন ব্যর্থ হবে।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন আরও জানান, রাজ্যে লকডাউন থাকলেও এলাকা ভিত্তিতে কিছু কিছু জায়গায় কিছু কিছু ছাড় দেওয়া হতে পারে। রেড জোনে লকডাউন আরও কড়াকড়ি করা হবে। আর কিছুটা হলেও ছাড় দেওয়া হবে অরেঞ্জ ও গ্রীন জোনে। আর এসকল তদারকি ও রাজ্যে করোনা মোকাবিলায় নতুন মন্ত্রী গোষ্ঠী গঠন করা হয়েছে। এই মন্ত্রী গোষ্ঠী সবকিছু নজর রাখবে।