লকডাউনে ৩টি জোনে ভাগ হল দেশ, দেখুন কোথায় কি খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদন : করোনা প্রতিরোধে আরও জোড় দিয়ে দেশকে লাল, কমলা ও সবুজ এই তিন জোনে ভাগ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের বেশ কিছু অঞ্চলে করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে অন্যান্য এলাকার তুলনায়। সংক্রমণের হার কোন কোন জায়গায় বেশি বা কম তা চিহ্নিত করে প্রতিরোধের ব্যাবস্থা নেবার জন্যই এই সিদ্ধান্ত কেন্দ্র সরকারের।

জোন হিসাবে কি কি নিয়ম কানুন লাগু হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে।

লাল জোনের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা হয়েছে অত্যধিক সংক্রমিত এলাকা হিসাবে। এই সমস্ত এলাকায় একদম প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া আর কিছু খুলবে না। ওষুধ, দুধ, মুদি ও সবজির দোকানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

কমলা জোনকে চিহ্নিত করা হয়েছে সংক্রমণের মাত্রা প্রবল নয় এমন এলাকাকে। এখানে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও নিয়ন্ত্রিত যান পরিষেবা পাওয়া যাবে। তবে তা পুলিশের ছাড়পত্রের মাধ্যমে।

যেসব এলাকায় এখনও সংক্রমণের ঘটনা ঘটেনি সেগুলিকে সবুজ জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকায় অত্যাবশ্যকীয় জিনিসপত্রের পাশাপাশি চালানো হবে নিয়ন্ত্রিত যান পরিষেবা। খোলা হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প।

তবে এই তিনটি জোনে মানতে হবে লকডাইনের সমস্ত নিয়ম কানুন। দেশের প্রায় ৬০ শতাংশ জেলা করোনা সংক্রমণের বাইরে। রাজ্যের বিভিন্ন জেলার কিছু কিছু অংশে এই সংক্রমণ ছড়িয়েছে। সেইজন্য খুব বেশি ভীত হবার কারণ নেই বলেই মনে করছে কেন্দ্র ও রাজ্য। তবে সংক্রমণের প্রকোপ অনুযায়ী চিকিৎসা ব্যবস্থাকে জোরদার করা হচ্ছে।