Election Result Birbhum Bolpur: বাংলায় ফের তৃণমূল ঝড়! বীরভূমে ঝড়ের গতিতে এগোচ্ছে তৃণমূল

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে (Election Result Birbhum Bolpur) তৃণমূলের দুই প্রার্থী শতাব্দী রায় এবং অসিতকুমার মাল জয়যুক্ত হতে পারেন তা এক্সিট পোলে আগেই জানানো হয়েছিল। ৪ জুন ভোটের ফলাফল যত এগোচ্ছে ততই দেখা যাচ্ছে এই দুই তৃণমূল প্রার্থীকে জয়ের ব্যবধান বৃদ্ধি করতে। এমনকি তারা যেভাবে জয়ের ব্যবধান বৃদ্ধি করে চলেছেন তাতে তাদের প্রতিদ্বন্দ্বীরা তাদের ধারে কাছে আসতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

Advertisements

বীরভূম লোকসভা কেন্দ্র : তিন রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের প্রাপ্ত ভোটের পরিমাণ ১ লক্ষ ৯ হাজার ৪০৩। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের প্রাপ্ত ভোট ৬৯ হাজার ৩৮৫। কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের প্রাপ্ত ভোট ৪০ হাজার ৫৬২।

Advertisements

চার রাউন্ড শেষে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের ভোট ১ লক্ষ ৪৪ হাজার ১৮৭। বিজেপির দেবতনু ভট্টাচার্যের প্রাপ্ত ভোট ৯৪ হাজার ৩১৮। কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের প্রাপ্ত ভোট ৫৩ হাজার ৩২০।

Advertisements

পঞ্চম রাউন্ড শেষে শতাব্দী রায়ের প্রাপ্ত ভোট এক লক্ষ ৭৯ হাজার ৮৮৭। দেবতনু ভট্টাচার্যের প্রাপ্ত ভোট ১ লক্ষ ২৫ হাজার ২৫৪ এবং মিল্টন রশিদের প্রাপ্ত ভোট ৬৩ হাজার ৫৩১।

ষষ্ঠ রাউন্ড শেষে শতাব্দী রায়ের প্রাপ্ত ভোট ২ লক্ষ ১৩ হাজার ৮৫৯, দেবতনু ভট্টাচার্যের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৫১ হাজার ৬৬২। মিল্টন রশিদের প্রাপ্ত ভোট ৭৭ হাজার ৫৭।

সপ্তম রাউন্ড শেষে শতাব্দী রায়ের প্রাপ্ত ভোট দু’লক্ষ্য ৮৫ হাজার ৮৮৬। দেবতনু ভট্টাচার্যের প্রাপ্য ভোট ১ লক্ষ ৮৫ হাজার ৩৮১। মিল্টন রশিদের প্রাপ্ত ভোট ৮৮ হাজার ৭৮।

অষ্টম ও নবম রাউন্ড শেষে শতাব্দী রায়ের প্রাপ্ত ভোট ৩ লক্ষ ২৭ হাজার ৬৫৫। দেবতনু ভট্টাচার্যের প্রাপ্ত ভোট ২ লক্ষ ৪৪ হাজার ২৫৫ এবং মিল্টন রশিদের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮ হাজার ৫৭০।

বোলপুর লোকসভা কেন্দ্র : পাঁচ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী অসিত মালের প্রাপ্ত ভোট ২ লক্ষ ২১ হাজার ৯৭৪। বিজেপি প্রার্থী পিয়া সাহার প্রাপ্ত ভোট ১ লক্ষ ৩৩ হাজার ৭৭৩। সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধানের প্রাপ্ত ভোট ২৪ হাজার ৭।

ষষ্ঠ রাউন্ড শেষে অসিত মালের প্রাপ্ত ভোট ২ লক্ষ ৭০ হাজার ৪১৭। পিয়া সাহার প্রাপ্ত ভোট ১ লক্ষ ৫৫ হাজার ৮৮৪। শ্যামলী প্রধানের প্রাপ্ত ভোট ২৮ হাজার ৪৯৩।

সপ্তম রাউন্ড শেষে অসিত মালের প্রাপ্ত ভোট ৩ লক্ষ ১৭ হাজার ৮১২। পিয়া সাহার প্রাপ্ত ভোট ১ লক্ষ ৭৩ হাজার ৭৭৫। শ্যামলী প্রধানের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৯৯০।

অষ্টম রাউন্ড শেষে অসিত মালের প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৬৯ হাজার ৭৭৫। পিয়া সাহার প্রাপ্ত ভোট ১ লক্ষ ৯০ হাজার ৯৯৫ এবং শ্যামলী প্রধানের প্রাপ্ত ভোট ৩৯ হাজার ৭৬৩।

নবম, দশম, একাদশ এবং দ্বাদশ রাউন্ড শেষে অসিত মালের প্রাপ্ত ভোট ৫ লক্ষ ৩৪ হাজার ২, পিয়া সাহার প্রাপ্ত ভোট ২ লক্ষ ৯৫ হাজার ২৬৫ এবং শ্যামলী প্রধানের প্রাপ্ত ভোট ৬১ হাজার ৯১৫।

বীরভূম ও বোলপুর ২ লোকসভা কেন্দ্রে তৃণমূল সব রাউন্ড শেষে বিপুল ভোটে জয়লাভ করেছে। শতাব্দী রায়ের জয়ের ব্যবধান ১ লক্ষ ৯৭ হাজার ৬৫০, অসিত মালের জয়ের ব্যবধান ৩ লক্ষ ২৭ হাজার ২৫৩।

Advertisements