Advertisements

Exit Poll 2024: বাংলায় কটা পাবে বিজেপি, তৃণমূলেরই বা কটা? দেশের ফলাফলই বা কী হতে পারে

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : প্রায় দেড় মাস ধরে ২০২৪ সালের লোকসভা নির্বাচন চলার পর শনিবার সপ্তম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো ভোট গ্রহণ প্রক্রিয়া। এবার আসছে ফলাফলের দিন। আগামী ৪ জুন এবারের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। সেই ফলাফল প্রকাশের আগে শনিবার সন্ধ্যা ৬টার পর থেকেই শুরু হয়েছে বুথ ফেরত সমীক্ষা (Exit Poll 2024) নিয়ে আলোচনা।

Advertisements

অন্যান্য প্রত্যেক নির্বাচনের মত এবারের নির্বাচনেও বিভিন্ন সমীক্ষাকারী সংস্থা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। যে সকল সমস্ত সংস্থার বুথ ফেরত সমীক্ষা নিয়ে আমরা হাজির আজকের এই প্রতিবেদনে। যে সকল বুথ ফেরত সমীক্ষার ফলাফল থেকে আন্দাজ করা যেতে পারে এবারের লোকসভা নির্বাচনে ফলাফল কেমন হতে পারে তা নিয়ে।

Advertisements

গোটা দেশের বুথ ফেরত সমীক্ষা

Advertisements

রিপাবলিক: এনডিএ: ৩৫৯, ইন্ডিয়া: ১৫৪, অন্যান্যরা: ৩০।

মার্টিজ: এনডিএ: ৩৫৩-৩৬৮, ইন্ডিয়া: ১১৮-১৩৩, অন্যান্যরা: ৪৩-৪৮।

জন কি বাত: এনডিএ: ৩৬২-৩৯২, ইন্ডিয়া: ১৪১-১৬১, অন্যান্যরা: ১০-২০।

পোলস্ট্রিট: এনডিএ: ৩৩৫-৩৪৫, ইন্ডিয়া: ১৪২-১৫২, অন্যান্যরা: ৬৫-৭৫।

নিউজ ন্যাশন: বিজেপি (এনডিএ): ৩৬০, কংগ্রেস (ইন্ডিয়া): ১৬১, অন্যান্য: ২২।

এবিপি সি ভোটার: এনডিএ: ২৩১-২৭৫, ইন্ডিয়া: ১২২-১৬১, অন্যান্য: ২-১০।

আরও পড়ুন ? Assets of LIC: ফুলেফেঁপে উঠছে LIC! পাকিস্তানের GDP-র দ্বিগুণ সম্পত্তি বানিয়ে নজির গড়ল সংস্থা

বাংলার বুথ ফেরত সমীক্ষা

রিপাবলিক : বিজেপি: ২২, তৃণমূল: ২০, সিপিএম কংগ্রেস: ০।

এবিপি সি ভোটার: বিজেপি: ২৩-২৭, তৃণমূল: ১৩-১৭, কংগ্রেস: ২, বাম: ১।

পোলস্ট্রিট: বিজেপি: ১৯-২২, তৃণমূল: ২০-২৩, বাম-কংগ্রেস: ০-৩।

টুডেস চাণক্য: বিজেপি: ২৪-২৯, তৃণমূল: ১৭-২২, বাম-কংগ্রেস: ১-২।

টিভি নাইন: বিজেপি: ১৭, তৃণমূল: ২৪, কংগ্রেস: ১।

জন কি বাত: বিজেপি: ২১-২৬, তৃণমূল: ১৬-১৮, কংগ্রেস: ২, সিপিএম: ১।

এখনো পর্যন্ত যে সকল বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে এসেছে সেই সকল সমীক্ষা থেকে স্পষ্ট, ২০২৪ সালে পুনরায় এনডিএ-এর পুনরায় সরকার গঠন করার ক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবেনা। অন্যদিকে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলাফল বলছে এবার তাদের আসন সংখ্যা বৃদ্ধি পাবে। এমনকি বাংলায় তৃণমূলের শক্ত ঘাঁটিতেও এবার বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বুথ ফেরত সমীক্ষার প্রবণতায়। তবে শেষ ফলাফল কি হয় তা জানতে অবশ্যই ৪ জুনের দিকে চোখ রাখতে হবে।

Advertisements