নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটি মাস তারপরেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই শাসক এবং বিরোধী রাজনৈতিক দলগুলি গুটি সাজাতে শুরু করেছে। ইতিমধ্যেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে তৈরি করা হয়েছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। অন্যদিকে নিজেদের শক্তি বৃদ্ধি করার প্রচেষ্টায় এনডিএ জোট (NDA Alliance)।
রাজনৈতিক দলগুলি যেমন নিজেদের গুটি সাজাতে উঠে পড়ে লেগেছে ঠিক সেই রকমই আবার বিভিন্ন সমীক্ষা সংস্থাগুলি ইতিমধ্যেই সমীক্ষা শুরু করে দিয়েছে কাদের ফলাফল কেমন হতে পারে তা নিয়ে। সম্প্রতি সেইরকমই একটি সংস্থার ফলাফল সামনে এসেছে এবং তাতে জানা গিয়েছে, এখনই যদি লোকসভা নির্বাচন হয় তাহলে পশ্চিমবঙ্গে কতগুলি আসন পাবে বিজেপি অথবা অন্যান্যরা। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্যরা রাজ্যের ক্ষেত্রেও সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে ওই সংস্থা।
যে সংস্থার তরফ থেকে এমন সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে সেটি হল TV-CNX। সম্প্রতি তাদের তরফ থেকে সমীক্ষা চালিয়ে জানানো হয়েছে, তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট। তবে তাদের তরফ থেকে পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফল নিয়ে যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে তা আপনার ভাবনাতীত। চলুন দেখে নেওয়া যাক এই সংস্থা বাংলায় বিজেপির ভবিষ্যৎ নিয়ে কি জানাচ্ছে?
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপি ৩৬ শতাংশ ভোট নিজেদের ঝুলিতে পুড়তে পারে। তবে এক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল বিজেপির থেকে অনেক এগিয়ে থাকবে বলেই সমীক্ষায় জানানো হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৪৮ শতাংশ ভোট। অর্থাৎ বিজেপি থেকে ১২ শতাংশ ভোট বেশি পেতে পারে তৃণমূল। অন্যদিকে অন্যদিকে বামফ্রন্ট পেতে পারে ৬ শতাংশ ভোট এবং কংগ্রেস পেতে পারে ৭ শতাংশ ভোট।
এখন যদি আসন বন্টনের দিকে তাকানো হয় তাহলে পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা হল ৪২। এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্যরা ৩৫ টি আসনের দিকে দৌড়াচ্ছেন। কিন্তু সমীক্ষার ফলাফল বলছে, বিজেপির ঝুলিতে যেতে পারে মাত্র ১০ টি আসন। তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৩০। বাকি দুটি অন্যান্যদের মধ্যে ভাগাভাগি হতে পারে।