জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক গুলোর তালিকায় অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হলো লক্ষ্মী কাকিমা সুপারস্টার। প্রথম দিকে এই ধারাবাহিকটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল। কিন্তু গল্পের মোড় বদলানোর ফলে বর্তমানে সিরিয়ালটির মান খানিক হলেও হ্রাস পেয়েছে। তবে চলতি সপ্তাহে ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার তার পুরনো স্লট ফিরে পেয়েছে।
স্লট ফিরে পেলেও তার সামনে বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে দুটি প্রতিদ্বন্দ্বী চ্যানেল হলো জি বাংলা ও স্টার জলসা। সেই স্টার জলসায় আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক পঞ্চমী। তাই এই নতুন প্রতিপক্ষকে টেক্কা দেবার জন্য লক্ষী কাকিমা সুপারস্টারের নতুন প্রোমো প্রকাশ করা হয়েছে। সেই প্রোমোতেই দেখা যাচ্ছে হাতে বাঁশ নিয়ে দৌড়াচ্ছেন লক্ষ্মী কাকিমা। কিন্তু কেন?
প্রোমো অনুযায়ী হাঁস দৌড়ে এসে তার প্রিয় লক্ষ্মীদিকে জানায় ‘আঙ্কলের এখনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে হয়ত কিডন্যাপড’। ব্যস ফুঁসে ওঠেন লক্ষ্মী কাকিমা। তিনি চিৎকার করে বলে ওঠেন, ‘আমার সিঁথির সিঁদুরে যে হাত দেবে, সেই হাত আমি ভেঙে দেব’। বলতে বলতেই বাড়ির বাইরে এসে একটা আস্ত বাঁশ তুলে নেন কিডন্যাপারদেরকে পেটানোর জন্য। আর এই রকম প্রোমো দেখেই হেসে খুন বাংলার আপামর দর্শক কুল।
তবে গত কয়েক সপ্তাহ ধরে লক্ষ্মী কাকিমা আলোচনার কেন্দ্রবিন্দুতে বিরাজ করছে। আসলে কিছুদিন আগে প্রোমোতে দেখানো হয়েছিল তিনি বুড়ো বয়সেও মা হতে চলেছেন। ছেলের বউয়ের সাথে একসঙ্গে বসে সাধ খাচ্ছেন। তবে বাংলার দর্শকরা ব্যাপারটি সহজ ভাবে নেননি। চারিদিকে একেবারে ছি ছি ক্কার পড়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় ট্রোলিং, বানানো হয় মিম। তাই কিছুটা পিছু হটে নির্মাতারা। দেখানো হয় ভুল বশত প্রেগনেন্সি রিপোর্টে নাকি অদল বদল হয়ে গিয়েছিল। তবে ট্রোলাররা বলছেন চাপে পড়ে বাধ্য হয়ে নির্মাতারা গল্পের ট্রাক বদলাতে বাধ্য হয়।
প্রেগন্যানন্সির পর্ব পেরিয়ে আপাতত রনংদেহী পর্বে প্রবেশ করতে চলেছে এই, লক্ষ্মী কাকিমা ধারাবাহিক। আগামী ৫ই ডিসেম্বর থেকে গল্প এই নতুন দিকে মোড় নেবে। তবে এবারের প্রোমো দেখেও কেউ কেউ কটুক্তি করতে ছাড়েননি। প্রসঙ্গত উল্লেখ্য, লক্ষ্মী কাকীমা সুপারস্টার ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন অপরিচিতা আঢ্য এবং তার স্বামীর ভূমিকায় আছেন বিখ্যাত অভিনেতা দেবশঙ্কর হালদার। এই দুই জাঁদরেল অভিনেতা-অভিনেত্রীর রসায়নের উপরই দাঁড়িয়ে আছে এই ধারাবাহিকের ইউএসপি।