নিজস্ব প্রতিবেদন : করোনার কারণে আমরা যত বেশি গৃহবন্দী হয়েছি, তত বেশি আমাদের আগ্রহ বেড়েছে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটের প্রতি। এই কারণে আমাদের ইন্টারনেটের প্ল্যানের খরচও বেশি হচ্ছে। এই পরিস্থিতিতে সকলের মনের মধ্যে একটাই ভাবনা ঘুরছে যদি বিনামূল্যে ওয়াইফাই পাওয়া যেত তাহলে কেমন হতো! এই কথা ভেবেই প্রতিবেশীদের জন্য নিজেদের বাড়ির দেওয়ালে ওয়াইফাই পাসওয়ার্ড লিখে দিয়েছেন এক ব্যক্তি। সেই ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে যে কেউ সহজেই ইন্টারনেট ইউজ করতে পারবেন।
কিন্তু ব্যাপারটা এতটাও সহজ নয়। রীতিমতো বিনামূল্যে ওয়াইফাই ব্যবহারের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে দেওয়ালে পাসওয়ার্ড লিখে। ইনস্ট্রাগ্রামে পাবলো রোচ্যাট নামের এক ব্যক্তি একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি দেওয়ালে একটি প্রিন্টেড কাগজ আটানো রয়েছে। প্রিন্টেড সেই কাগজে বড় বড় করে লেখা ‘ফ্রি ওয়াইফাই’ তার নীচে ইউজার নেমও দেওয়া আছে, আর দেওয়া আছে পাসওয়ার্ডও! কিন্তু যে কেউ চাইলেই সহজে সেটি ব্যবহার করতে পারবেন না!
ভিডিওতে পাসওয়ার্ডের অংশটি দেখলেই তা বোঝা যাবে স্পষ্ট ভাবে। পাসওয়ার্ডটি এতটাই বড় যে সেটা ছবির একটা মাত্র ফ্রেমে আসেনি। সেটাকে ভিডিও করে দেখাতে হয়েছে। তাই এই পাসওয়ার্ড মোবাইলে টাইপ করার ধৈর্য কারোরই থাকবে না। পাসওয়ার্ডটি দেখার পরে মনে হয় কেন তিনি ইউজারনেমের জায়গায় গুডলাক লিখেছেন!
নেটাগরিকদের অনেকেই মনে করছেন যে এটা কোনো পাসওয়ার্ড নয়, হয়তো মজা করবার জন্যই ভদ্রলোক এই কাজটি করেছেন। এই ভিডিওটি দেখতে দেখতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ৮০ হাজারের কাছাকাছি লাইক পড়েছে ভিডিওটিতে। অসংখ্য মানুষ কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট সেকশনে, ছলছল মুখের ইমোজি দিয়ে কমেন্ট করেছেন ‘বাপরে’। ভিডিওতে পাসওয়ার্ডের অংশটা দেখলে সকল মানুষই বলতে বাধ্য হবেন ‘বাপরে!’