নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেড়শ কোটির জনসংখ্যার দেশে প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের উপর নির্ভর করে যাতায়াত করেন। কাছে, দূরে, প্রয়োজনে, ভ্রমণে ট্রেনকেই বেছে নেন যাত্রীরা। আরামদায়ক সফর এবং খরচ কম হওয়ার জন্য ট্রেনের উপর নির্ভরশীল হন এই সকল যাত্রীরা।
অন্যদিকে ট্রেনে সফল করার সময় বিভিন্ন ধরনের রেলের নিয়ম সম্পর্কে নজরে আসে। এই সকল নিয়ম সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। অন্যদিকে ট্রেনের পরিচিতির জন্য যেমন প্রতিটি ট্রেনের আলাদা আলাদা নম্বর এবং নাম রয়েছে ঠিক তেমনি স্টেশনেরও আলাদা আলাদা নাম রয়েছে তাদের পরিচিতির জন্য।
দেশে থাকা এই সকল স্টেশনগুলির মধ্যেই এমন একটি রেলস্টেশন রয়েছে যার নাম হলো সবচেয়ে বড়। এমনকি সবচেয়ে বড় এই রেল স্টেশনের নাম উচ্চারণ করতে যে কারোর কালঘাম ছুটতে পারে। এত বড় নামের রেলস্টেশন ভারতে আর কোথাও নেই। এই রেলস্টেশনটির নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ২৮ টি ইংরেজি অক্ষর।
এত বড় নামের এই রেল স্টেশনটির দেখা মিলবে অন্ধ্রপ্রদেশে। এই রেল স্টেশনের নাম ভেঙ্কটানারসিমহারাজুভারিপেটা। ইংরেজিতে লেখা হলে হয় Venkatanarasimharajuvaripeta। তামিলনাড়ুর সীমান্তের খুব কাছে অবস্থিত এই রেলস্টেশনটির নাম উচ্চারণ করতে হিমশিম খেতে হয় যাত্রীদের।
দেশে যে সকল রেলস্টেশন রয়েছে সেই সকল রেল স্টেশনের অনেক নাম বেশ মজার। আবার অনেক রেলস্টেশনের নাম ছোটখাটো। কিন্তু এমন বিশালাকৃতির নামের রেল স্টেশন ভারতে আর কোথাও নেই। যদিও দক্ষিণ ভারতের যে সকল রেলস্টেশন রয়েছে সেগুলির নাম দেশের অন্যান্য জায়গার রেলস্টেশনের নামের তুলনায় বড়।