Amrit Bharat Train: অন্য ট্রেনের থেকে আলাদা! অমৃত ভারতের ভিতরের ছবি দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে ভারতীয় রেল (Indian Railways) ব্রিটিশ আমলের রেলের শৃংখল ত্যাগ করছে। ধাপে ধাপে রেলের তরফ থেকে নতুন নতুন ট্রেন ট্র্যাকে নামানো হচ্ছে। কখনো নতুন নতুন বন্দে ভারত এক্সপ্রেস লঞ্চ করা হচ্ছে, কখনো আবার বুলেট ট্রেন নিয়ে নতুন নতুন পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এসবের মধ্যেই এবার আরও একটি নতুন ট্রেন হিসাবে রেল ট্র্যাকে দৌঁড়াতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন (Amrit Bharat Train)।

Advertisements

Advertisements

নতুন এই ট্রেনটির শুভ সূচনা হবে আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে। অযোধ্যায় বন্দে ভারত এক্সপ্রেস সহ এই নতুন ট্রেনের উদ্বোধন করবেন তিনি। সূচনাতেই একাধিক রুটে অমৃত ভারত ট্রেন চালু করা হতে পারে বলে জানা যাচ্ছে। এই অমৃত ভারত সেই ট্রেন যাকে প্রথম দিকে বন্দে সাধারণ বলা হচ্ছিল। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম অনেক বেশি হওয়ায় যখন তা সাধারণ মানুষদের দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে তখন নতুন ট্রেনের সূচনা করে মানুষকে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেয় সরকার।

Advertisements

বন্দে সাধারণ বা অমৃত ভারত ট্রেন নন এসি ট্রেন। এই ট্রেনটি সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে পেরেছেন। ট্রেনটির সামনে এবং পিছনে দুটি ইঞ্জিন ব্যবহার করা হবে, যাকে বলা হয় পুশ-পুল পদ্ধতি। এই পদ্ধতিতে ট্রেনটি যাতায়াত করার ফলে অন্যান্য ট্রেনের তুলনায় অনেক তাড়াতাড়ি নতুন ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে পারবে। এছাড়াও এই পদ্ধতিতে ট্রেনের ঝাঁকুনি অনেক কম হওয়ার ফলে যাত্রীদের সফর হবে আরামদায়ক। এছাড়াও উন্নতমানের টয়লেট, সিসি ক্যামেরা, মোবাইল চার্জিং পয়েন্ট থেকে বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে।

আরও পড়ুন ? বাংলা পেতে চলেছে নতুন অমৃত ভারত ট্রেন! রুট নিয়ে জোর জল্পনা

নতুন এই ট্রেন নিয়ে যখন চারদিকে শুরু হয়েছে নানান আলোচনা সেই সময় ট্রেনের অন্দরমহলের ছবি সামনে এসেছে। যে ছবি দেখে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। নতুন অমৃত ভারত ট্রেনের অন্দরমহল সত্যিই অসাধারণ। ভারতে এখন যেসব সাধারণ ট্রেনগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে তাদের থেকে অনেক উন্নত এই ট্রেনটির অন্দরমহল। উন্নত হওয়ার ফলে যাত্রীদের সফল অন্যান্য ট্রেনের তুলনায় অনেক আরামদায়ক হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

অমৃত ভারত ট্রেনের অন্দরমহলের যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, অন্যান্য ট্রেনের স্লিপার কোচের থেকে এই ট্রেনের স্লিপার কোচের একটি পার্থক্য রয়েছে। অন্যান্য ট্রেনের স্লিপার কোচে যেখানে সাইড আপার বার্থ থাকে, সেই জায়গায় কিন্তু এই ট্রেনে সেই বার্থ নেই। পরিবর্তে সেখানে যাত্রীদের লাগেজ রাখার জন্য জায়গা করা হয়েছে। এর ফলে যাত্রীদের লাগেজ রাখার সমস্যা অনেকটাই দূর হবে। মূলত যাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে এই ট্রেনের কোচগুলি সাজানো হয়েছে।

Advertisements