Indian Railways: একটিমাত্র শব্দ আর ভারতীয় রেলের ক্ষতি হল প্রায় ৩ কোটি টাকা, কি ঘটেছিল আসলে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Railways: ভারতীয় রেলের যেকোন পদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো কাজ খুব সাবধানে এবং সতর্কতার সঙ্গে করতে হয়। এমনই একটি ঘটনা আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে যেখানে সামান্য একটি ভুলের কারণে কত লক্ষ টাকা মাশুল গুনতে হলো ভারতীয় রেলকে। স্টেশন মাস্টার রাতে কর্তব্যরত অবস্থায় ঝগড়া করছিলেন তার স্ত্রীর সঙ্গে। ঝগড়া করতে গিয়ে তার মুখ থেকে এমন একটি কথা বেরিয়ে যায় যার জন্য বহু টাকার ক্ষতি হয়।

Advertisements

এই কারণে ভারতীয় রেলের (Indian Railways) ক্ষতি হয়েছিল তিন কোটি টাকা। স্টেশন মাস্টার কথা বলতে গিয়ে উচ্চারণ করে ফেলেছিলেন “ওকে” শব্দটি। এই একটি শব্দ উচ্চারণের ফলে সবুজ সঙ্কেত ভেবে নেন লোকো পাইলট। মুহূর্তের মধ্যে ঘটে যায় চরম বিপদ। যেখানে প্রবেশ করার কথা না সেখানেই প্রবেশ করে বসে। মাওবাদী অধ্যুষিত এলাকায় চালক রাতে মালগাড়ি নিয়ে চলে যান। তার জেরে কোনও দুর্ঘটনা হয়নি। স্টেশন মাস্টারের বিরুদ্ধে অভিযোগ আসে তিনি রেলের সম্পত্তির ক্ষতি করেছে এবং আইন লঙ্ঘন করেছে। স্টেশন মাস্টারকে সাসপেন্ড করতে বিলম্ব করেনি রেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদও হয় ওই ব্যক্তির।

Advertisements

আরো পড়ুন: বন্দে ভারত ট্রেনের পরিচর্যায় দায়িত্বে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স শুরু হচ্ছে মেশিন লার্নিং

যেই স্টেশন মাস্টারের বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি হলেন বিশাখাপত্তনমের বাসিন্দা। দুর্গের এক মহিলার সঙ্গে ২০১১ সালের ১২ অক্টোবর তাঁর বিয়ে হয়। মহিলার বিরুদ্ধে অভিযোগ যে তিনি বিয়ের পরেও তার পুরনো প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে সেই বিষয়টি নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। স্টেশন মাস্টারের পরিবারের দাবি, এমনকি স্বামীর উপস্থিতিতে পর্যন্ত প্রাক্তন প্রেমিকের সঙ্গে কথা বলতেন ওই মহিলা।

Advertisements

আরো পড়ুন: রেলের এই অ্যাপের মাধ্যমে সহজেই করুন রিজার্ভেশন এবং ট্র্যাকিং

রেলের (Indian Railways) সূত্র মারফত জানা গেছে যে, যখন ওই ব্যক্তি নিজের ডিউটিতে ছিলেন সেই অবস্থাতেই মহিলার সঙ্গে ফোনে ঝগড়ায় জড়িয়ে পড়েন। স্ত্রীর ওপর বিরক্ত হয়ে তিনি তাকে বলেন যে, বাড়িতে এই বিষয়টি নিয়ে তারা কথা বলবেন এবং শেষে উচ্চারণ করেন “ওকে” শব্দটি। ডিউটিরত থাকার জন্য স্টেশন মাস্টারের মুখের সামনে ছিল মাইক্রোফোনটি এবং সেই ‘ওকে’ শব্দকে সবুজ সঙ্কেত মনে করেন মালগাড়ির চালক। তার পর রাতে মাওবাদী অধ্যুষিত এলাকায় মালগাড়ি নিয়ে চলে যান তিনি। দুর্ঘটনা না ঘটলেও মালগাড়িতে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস ছিল তা লুঠপাট হয়ে গেছে।

ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে সরকারিভাবে তেমন কিছুই জানানো হয়নি। মাওবাদী অধ্যুষিত এলাকায় ওই রাতে মালগাড়িটি চলার ফলে প্রায় ক্ষতি হয়ে গেছে তিন কোটি টাকা।। এর পরেই স্টেশন মাস্টারকে সাসপেন্ড করে রেল। ক্ষোভে এবং হতাশায় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে সেই স্টেশন মাস্টার। তাঁর স্ত্রী পাল্টা নির্যাতনের (৪৯৮এ) মামলা দায়ের করেন। শেষ পর্যন্ত ছত্তীসগঢ় হাই কোর্ট বিচ্ছেদের অনুমতি দেয়। মামলার শুনানিতে অবশ্য উঠে এসেছে যে, স্টেশন মাস্টারের ‘ভুলে’ রেলের আর্থিক ক্ষতি হয়েছে।

Advertisements