ট্রেনে হারিয়ে যাওয়া জিনিসপত্র নিয়ে কি করে রেল, জানলে অবাক হবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে রেল পরিষেবার গুরুত্ব অপরিসীম। এই গুরুত্বের কথার মাথায় রেখে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন।

Advertisements

প্রতিদিন রেল পরিষেবার উপর নির্ভর করে দেশের কোটি কোটি মানুষ যাতায়াত করার কারণে ভিড়ের মাঝে অনেক সময় বহু যাত্রী তাদের লাগেজ এবং অন্যান্য জিনিসপত্র ভুলে চলে যান। এই সকল জিনিসপত্র ফিরে পাওয়ার জন্য যাত্রীদের কি করতে হয় এবং যদি কোন জিনিসপত্র যাত্রীরা না নেন সেক্ষেত্রে ভারতীয় রেল তা কি করে তা জানলে অবাক হবেন।

Advertisements

এমনিতেই কোন ট্রেন গন্তব্যে পৌঁছানোর পর সেই ট্রেন আরপিএফ দ্বারা চেকিং করা হয়। মূলত সেই ট্রেনে কোনরকম নাশকতামূলক জিনিসপত্র রয়েছে কিনা অথবা যাত্রীরা কোন জিনিস ভুলে গিয়েছেন কিনা তা চেকিং করে দেখা হয়। যদি এই ধরনের কোন জিনিসপত্র থাকে তাহলে সঙ্গে সঙ্গে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। লাগেজ থাকলে তা স্টেশন মাস্টারের গোডাউনে জমা করা হয়।

Advertisements

এরপর ওই লাগেজ অথবা জিনিসপত্রের ওজন এবং বিবরণ দিয়ে তার সিল করে রাখা হয়। পাশাপাশি তার সঙ্গে লিখে রাখা হয় আনুমানিক দাম। সেক্ষেত্রে যে যাত্রীর জিনিসপত্র বা লাগেজ হারিয়ে গিয়েছে তিনি যদি তা ফিরে পাওয়ার জন্য আবেদন করেন তাহলে তার থেকে উপযুক্ত প্রমাণ পত্র নিয়ে তাকে তার জিনিস ফিরিয়ে দেওয়া হয়।

কিন্তু হারিয়ে যাওয়া এই সকল জিনিসপত্র ফিরে পাওয়ার জন্য রেলের কাছে সাত দিনের মধ্যে আবেদন করতে হয়। সাত দিনের মধ্যে তা ফিরে পাওয়ার জন্য আবেদন করা না হলে সেটিকে লস্ট প্রপার্টি হিসাবে বিবেচনা করা হয় এবং অফিসে পাঠিয়ে দেওয়া হয়। এরপর কোন যাত্রী যদি সেখান থেকে কোন জিনিসপত্র আনতে চান তাহলে তাকে ফি জমা করে আনতে হয়। তবে যদি কোন মূল্যবান জিনিস হয়ে থাকে এবং তার উপর যাত্রীদের সঙ্গে যোগাযোগ করার কোন বিকল্প ব্যবস্থা থাকে তাহলে রেল পুলিশের তরফ থেকে নিজস্ব উদ্যোগে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেই জিনিসপত্র রেল তার নিজস্ব উদ্যোগে যাত্রীর কাছে পৌঁছে দেয়।

Advertisements