অনেকটাই কমতে পারে LPG সিলিন্ডারের ওজন, ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস এখন গৃহস্থালিদের কাছে অন্যতম প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। এই রান্নার গ্যাস নিয়ে এবার নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্র। নয়া সিদ্ধান্ত অনুযায়ী জারি হচ্ছে নতুন নিয়ম। নতুন নিয়মের অংশ হিসাবে রান্নার গ্যাস সিলিন্ডারের ওজন কমানোর পথে হাঁটছে কেন্দ্র।

রান্নার গ্যাস সিলিন্ডারের ওজন কমানোর সিদ্ধান্ত নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে গৃহস্থালির সুবিধার কথা মাথায় রেখে। তবে সুবিধার দিক থাকলেও দীর্ঘমেয়াদি ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর নতুন আর্থিক বোঝা বাড়ার আশঙ্কাও রয়েছে। সাধারণত রান্নার গ্যাস সিলিন্ডারের ওজন অনেকটা বেশি হওয়ার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণ সমস্যায় পড়তে হয়। মহিলাদের পক্ষে তা আরও কষ্টকর। সিলিন্ডারের ওজন কম হলে এই সমস্যা অনেকটাই দূর হবে বলে মনে করছে কেন্দ্র।

এমনিতেই রান্নার সময় গ্যাস শেষ হয়ে গেলে সেই সিলিন্ডার লাগানোর জন্য মহিলাদের অন্যের উপর নির্ভরশীল হতে হয়। এই সকল বিষয় মাথায় রেখেই কেন্দ্র খুব তাড়াতাড়ি রান্নার গ্যাস সিলিন্ডারের ওজন কমানোর পথে হাঁটতে পারে। তবে স্বাভাবিকভাবেই গ্যাস সিলিন্ডারের ওজন কমে গেলে গ্যাসের পরিমাণও কমে যাবে। ফলে বর্তমানের তুলনায় এই নতুন সিলিন্ডার জারি হলে অনেক বেশি সিলিন্ডারের প্রয়োজন পড়বে গৃহস্থালীদের। যা আর্থিক সমস্যার মুখে ফেলতে পারে নাগরিকদের।

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী রান্নার গ্যাস সিলিন্ডার সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে, “আমরা চাই না মা বোনেদের ভারী সিলিন্ডার তুলতে হোক আর তাই সিলিন্ডারের ওজন কম করা নিয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় সরকার।” ওজন কমানোর পরিপ্রেক্ষিতে মাঝামাঝি কোন পথ বেছে নিতে পারে কেন্দ্র বলেও জানিয়েছেন কেন্দ্রীয় এই মন্ত্রী।

তার কথা অনুযায়ী, রান্নার গ্যাস সিলিন্ডারের ওজন ১৪.২ কেজি থেকে কমিয়ে পাঁচ কেজি করা হতে পারে অথবা অন্য কোন উপায় বেছে নেওয়া হতে পারে। তবে এই সিদ্ধান্ত গ্রহণের পর তা সাধারণ মানুষের সুবিধা নাকি আর্থিক বোঝা হয়ে দাঁড়াচ্ছে তাই এখন দেখার।